নিজেস্ব প্রতিবেদক
ঢাকার অন্যতম এলাকা পল্টনে সদস্য সহংগ্রহের মাধ্যমে আজ থেকে কার্যক্রম শুরু করল “পল্টন সোসাইটি” নামক একটি প্রতিষ্ঠান। যাত্রা শুরুর প্রথমে দিনে নিবন্ধন করেছেন নয় জন সদস্য। আপাতত তাদের লক্ষ্য মাত্রা একশত সদস্য বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। মূলত এটি সামাজিক সংগঠনের আদলে একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান। যারা নিজ নিজ কর্মের পাশাপাশি অন্যকিছু করতে চান তাদের জন্য এ প্রতিষ্ঠান। যার ফলে তাদের শ্লোগান রয়েছে- “শুধু নিজ পেশা নয়, পাশাপাশি কিছু করতে হয়”। তবে “পল্টন সোসাইটি” নাম হলেও সারা বাংলাদেশের যে কোন নাগরিক এখানে সদস্য পদের আবেদন করতে পারবেন। শর্ত তাদের ফরমের পেছনে উল্লেখিত চৌদ্দটি লক্ষ্য থেকে যে কোন একটি লক্ষ্য থাকতে হবে।
লক্ষ্যসমূহঃ
১. শুধু সঞ্চয় গড়তে
২. একক ব্যবসার সঞ্চয় গড়তে
৩. একক ব্যবসার সঞ্চয় ও ঋণ সুবিধা নিতে
৪. দলগত ব্যবসার সুযোগ পেতে
৫. একটি ফ্ল্যাট অর্জন করার উদ্যেশ্যে
৬. একটি বাড়ি অর্জন করার উদ্যেশ্যে
৭. একটি গাড়ি অর্জন করার উদ্যেশ্যে
৮. একটি বাইক অর্জন করতে
৯. একটি বিশেষ ইচ্ছে/স্বপ্ন পুরন করতে
১০. একটি বিশেষ অনুষ্ঠান সফল ভাবে শেষ করতে
১১. দায় মুক্তির লক্ষ্যে
১২. ব্যক্তিগতভাবে বিপদে আপদে ঋণ সুবিধা পেতে
১৩. গর্বিত একজন সদস্য হয়ে সবার সাথে থাকতে
১৪. অন্যান্য………………………………..উপরের যে কোন একটি লক্ষ্য আপনার যদি থাকে তবে আপনার জন্য “পল্টন সোসাইটি”।
সদস্যদের মধ্যে চারটি বিশেষ সুবিধা প্রদান করবে “পল্টন সোসাইটি”: ১. লক্ষ্য পূরণ, ২. সঞ্চয়ের বিপরীতে মুনাফা প্রদান, ৩. ক্ষুদ্র লোন বা ঋণ সুবিধা দেয়া ও ৪. কাজ করার সুবিধা। এছাড়াও সদস্যদের মাঝে যে যে ব্যবসা করতে চায় সে সম্পর্কিত তথ্য সহায়তা বা সরকারি নিয়ম-কানুণ এবং মার্কেট পলিসি ইত্যাদি সহযোগিতা পাবে সদস্যরা।