নিজেস্ব প্রতিবেদকঃ বিনোদন বিভাগ
টাঙ্গাইল শহিদ সৃতি স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করার পর ঢাকায় এসে ফলজুল করিমের রচনায় বিটিভির “তিতাস পাড়ের সুর্বণ গ্রাম” নাটকের মাধ্যমে মিডিয়ার ক্যারিয়ার শুরু করেন তমা ইসলাম। তারপর অনেক দিন বিরতি। অতঃপর ২০১৪ সালে নিয়মিত হন টেলিভিশন নাটকে। এ যাবৎ প্রায় ৪০টি নাটকে অভিনয় করেছেন তমা। যেমন- একুশে টিভিতে জুয়েল মাহমুদের “ললিতা”, বিটিভিতে “ভুলু কাকুর বাড়ি ফেরা”, এসএ টিভিতে “আকাশ মেঘে ঢাকা” ও অপেক্ষা কাছে আসার” ইত্যাদি।
নায়িকাসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তিনি।এছাড়াও তিনি অরুন চৌধুরি পরিচালিত “আলতা বানু” চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার দ্বিতীয় চলচ্চিত্র শারমীন সুলতানা শরমীর পরিচালনায় “বিজয়ীনি” শীঘ্রই আসছে প্রেক্ষাগৃহে।
মডেল হিসেবে টেলিটকের বিলর্বোডের কাজ করেছিলেন তিনি। কয়েকটি গানের মডেল হিসেবেও কাজ করা হয় তমা ইসলামের।
এছাড়া ২টি অনলাইন বিজ্ঞাপনে করেছেন তিনি।বর্তমানে এস এ হক অলিকের “জাইগির মাস্টার”, এটিএন বাংলায় আশরাফুল ইসলাম পিপিএমের “ক্রাইম পেট্রোল” ও “লাইভ পার্টনার ডট কম” সায়িদ তারেকের পরিচালনায় ইত্যাদি আরো কয়েকটি নাটক প্রচার হচ্ছে।
টেলিভিশনের পাশাপাশি তিনি অনলাইন চ্যানেলের কাজও করছেন তিনি। সম্প্রতি তিনি স্যুটিং শেষ করেছেন শাহিন আহমেদ এর পরিচালনায় ওয়েব সিরিজ “তমালের তুমুল কান্ড” এটি পরিবেশিত হবে “ফ্রেন্ডস মিডিয়া” ইউটিউব চ্যানেলে।
ব্যস্ততম একজন অভিনেত্রী হওয়ার টার্গেট রয়েছে তমা ইসলামের।৫ ফুট ২ ইঞ্চি উচ্চতায় মিডিয়াম স্বাস্থ্যের অধিকারি তমা অভিনয়ে অনেক যত্নশীল। অভিনয়টা যদিও তার স্বপ্ন তবে তিনি সবসময় গান গাইতে পছন্দ করেন। পহেলা বৈশাখ তার জন্মদিন, জন্ম টাঙ্গাইলের মধুপুর।
তমা ইসলাম বলেন- আমি যাদের সাথে কাজ করেছি তাঁরা সবাই খুব ভালো মনের মানুষ এবং তাদের কাজের দক্ষতা ও গ্রহণযোগ্যতা মিডিয়াতে অন্যতম। তাদের হাত ধরে আমি মান সম্মত কাজ করতে চাই। দর্শকের ভালবাসা আর পরিচালক ও প্রযোজকদের সুদৃষ্টি পেলে আমার সাফল্য অনিবার্য; ইনশাআল্লাহ।