বাংলাদেশের অন্যতম নারী সংগঠন উই এর পক্ষ থেকে বিশেষ সন্মাননা পাচ্ছে সার্চ ইংলিশ

0
462
ছবিঃ সংগ্রহীত

নিজেস্ব প্রতিবেদকঃ নারী বিভাগ

উই মানে  Women and e-Commerce forum – WE । উইয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা সার্চ ইংলিশ নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন- বাংলাদেশে অনলাইনে বিশেষ করে ফেইসবুকে লেখাপড়া করা যায় তা প্রতিষ্ঠা করতে যেসব প্লাটফর্ম ভুমিকা রেখেছে তাদের মধ্যে সার্চ ইংলিশ অন্যতম। সার্চ ইংলিশ ওয়েবসাইটের পাশাপাশি ফেইসবুক গ্রুপে প্রায় ২৩ লাখ মেম্বার রয়েছে এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যাক নারী নিয়মিত প্র্যাকটিস করছে।

তিনি আরো বলেন-মেয়েদের জন্য খুব নিরাপদ একটি প্লাটফর্ম এবং এর সাফল্যের গল্পগুলোর মধ্যে বেশিরভাগ হলো নারীরা। দেশ বিদেশ থেকে তারা পোস্ট দিচ্ছে কমেন্ট দিচ্ছে এবং ভিডিও করছে দিন রাত ২৪ ঘণ্টা।

উল্লেখ্য- সার্চ ইংলিশ ইতিমধ্যেই ফেইসবুক কমিউনিটি লিডারশীপ প্রোগ্রাম, ভারত থেকে ‘সোশ্যাল মিডিয়া ফর এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড ২০১৮’-এর কমিউনিটি মোবিলাইজেশন বিভাগে পুরস্কার জিতেছে। সার্চ ইংলিশ জিপি অ্যাক্সেলেটরের পঞ্চম ব্যাচের গ্র্যাজুয়েট স্টার্টআপের স্বীকৃতি পাওয়ার পাশাপাশি স্টার্টআপ বাংলাদেশ প্রকল্প থেকে ফান্ডও দেশের অন্যতম সম্ভাবনাময় স্টার্টআপ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর দুই দিন আগে তারা বেসিস জাতীয় আইসিটি পুরস্কারেও ভূষিত হয়েছে।

নিশা জানিয়েছেন-অনলাইনে নারীদের শিক্ষা বিস্তারে সার্চ ইংলিশের ভুমিকাকে আমরা উই থেকে এবার বিশেষভাবে সন্মান জানাতে চাই। তাই এবার সার্চ ইংলিশের জন্য থাকছে আলাদা সন্মাননা বা পুরষ্কার উই এর পক্ষ থেকে।