বাংলাদেশ মানবাধিকার চট্টগ্রাম উত্তর জেলার সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত

0
375
ছবিঃ সংগ্রহীত

প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন (চট্রগ্রাম)

বাংলাদেশ মানবাধিকার কমিশন(বি এইচ আর সি) চট্টগ্রাম উত্তর জেলা মানবাধিকার সম্মেলন-২০১৯ গতকাল শেষ হয়েছে। বিকাল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ মানবাধিকার কমিশন আয়োজিত সম্মেলনে অংশগ্রহণ করেন চট্টগ্রাম উত্তর জেলার অন্তর্গত উপজেলা ও পৌরসভার মানবাধিকার কর্মীগণ যোগদেন। বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জনাব নিয়াজ মোর্শেদ এলিটের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি জনাব ড.ইফতেখার উদ্দিন চৌধুরী ও সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল জনাব ড.সাইফুল ইসলাম দিলদার। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন প্রফেসর ড.জাকির হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় গভর্নর সেতারা গাফফার, চট্টগ্রাম মহানগর গভর্নর সৈয়দ সিরাজুল ইসলাম কমু,ঢাকা মহানগর গভর্নর সিকান্দার আলী জাহিদ, সিনিয়র ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু, ডেপুটি গভর্নর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ জসিম উদ্দিন, দক্ষিন জেলার সভাপতি অজিত কুমার দাশ।বিশেষ প্রতিনিধি গোলাম কিবরিয়া মোল্লা। এছাড়া সম্মানিত অতিথি হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বিশেষ প্রতিনিধি অসীম কুমার দাশ, চট্টগ্রাম মহানগর দক্ষিন শাখার সভাপতি মো: নওশাদ চৌ:,বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি আল সাদাত দোভাষ (সাগর), চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান,চট্টগ্রাম মহানগর দক্ষিন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ। তাছাড়া ও মিরসরাই, রাউজান সহ বিভিন্ন উপজেলা মানবাধিকার নেতৃবিন্দ বক্তব্য প্রধান করেন। সম্মেলনে ড.জাকির হোসেন বলেন আসুন মানবাধিকার প্রতিষ্ঠা করি নিজ নিজ অবস্থান থেকে। সবাই নিজেই নারীর পক্ষে কথা বলে অথচ নিজেই নারী নির্যাতন ও গৃহ পরিচারিকা নির্যাতন করেন। সম্মেলনে উদ্বোধক ড.সাইফুল ইসলাম দিলদার সংগঠক কে সু সংগঠিত করার তাগাদা দেন। বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা ২০১৯ সম্মেলন এর সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট বলেন মানবাধিকার কমিশন উত্তর জেলা কমিটি অল্প দিনের মধ্যেই সকল উপজেলা,থানা, পৌরসভা কমিটি করে দেওয়া হবে।যাতে মানবাধিকার কার্যক্রম আরো তরানিৎ হয়। এতে বিভিন্ন উপজেলার সবার সবাই নিজ নিজ অবস্থান বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। সম্মেলন সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আবুল বাশার।