হিউম্যান রাইটস এওয়ার্ড’১৮ এর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আজ, আয়োজনে বাপমাবাসো

0
618

নিজেস্ব প্রতিবেদকঃ বিনোদন বিভাগ

“মানবাধিকার অগ্রাধিকার “এই শ্লোগানকে সমুন্নত করার লক্ষ্যে আজ ৬ নভেম্বর বুধবার বিকাল ৪টায় শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে “বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি”র বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সোসাইটির চেয়ারম্যান এম ইব্রাহীম পাটোয়ারী সভাপতিত্ব করবেন।

অনুষ্ঠানে বরাবারের মতো এবারও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ও হিউম্যান রাইটস এওয়ার্ড’১৮ প্রদান করা হবে। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক; এমপি। অনুষ্ঠান উদ্বোধন করবেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; এমপি। প্রধান আলোচক থাকবেন পিএসসি র সদস্য আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এর সম্মানীত সভাপতি সাইদুর রহমান সজল। এছাড়াও আরো অনেক গুণি ব্যক্তিত্ব উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠান অলংকৃত করবেন। 

অনুষ্ঠানে প্রায় অর্ধশত সংগীত তারকা উপস্থিত হয়ে পারফরম্যান্স করবেন। তাদের মধ্যে অন্যতম মুজিব পরদেশী, ফকির শাহাবুদ্দীন, এফএ সুমন, এস এম শফি, শুভ্রা দেব নাথ, আকাশ নিবির, কিশোর পলাশ, শাহনাজ বাবু, রুখসার, কৌতুক শাহীন অন্যতম। এছাড়াও অভিনয় শিল্পী হিসেবে থাকবেন অভিনেতা আশিক চৌধুরি, অভিনেত্রী সাচী নূর সাচী, নবীন অভিনয় শিল্পী জহির আহমেদ, নৃত্য শিল্পী রাত্রী চৌধুরি ও রাজিয়া রাজিসহ আরো অনেকে। তবে অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান, শহিদুল্লাহ ফরায়জী, মিল্টন খন্দকার, ইথুন বাবুসহ সাংস্কৃতিক অংগনের অরো কতিপয় বিশিষ্টজন। এবার হিউম্যান রাইটস এওয়ার্ড পাচ্ছেন (আজীবন সম্মামনা) শহিদুল্লাহ ফরায়জী, অভিনয়ে অবদানের জন্য তমাল মাহবুব, ক্রীড়া বিষয়ে অবদানের জন্য ইলা সরকার (নারী ক্রিকেটার), নারী উদ্যোক্তা হিসেবে কানিজ ফাতেমা রিমা (সিআইপি) সহ আরও অনেক গুনিজন স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে “হিউম্যান রাইটস এওয়ার্ড’১৮” পাবেন।

উল্লেখ্য ইস্পাহানি ফুডস লিমিটেড ও থাই ফুড প্রোডাক্টসের সৌজন্যে এবারের অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সোশ্যাল মিডিয়ায় আলোচিত প্রতিষ্ঠান “ফ্রেন্ডস মিডিয়া” ও তার অংগ প্রতিষ্ঠান “এফএম নিউজ” এছাড়াও সহযোগীতায় রয়েছে স্বপ্নীল সংগঠনসহ আরো অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান।

তবে মজার ব্যপার হলো সবশেষে আকর্ষনীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।