কণ্ঠ শিল্পী মুন্নি আক্তার মারিয়ার সম্মাননা অর্জন এবং তার পথচলা

0
718

বিনোদন প্রতিবেদক, ঢাকা

উদিয়মান কণ্ঠ শিল্পী হিসেবে বারী সিদ্দিকী সম্মাননা-2019 পেলেন কণ্ঠ শিল্পী মুন্নি আক্তার মারিয়া। সম্মাননা প্রদান করা হয় বারী সিদ্দিকী সৃতি পরিষদের পক্ষ থেকে। এছাড়াও তিনি কিছু দিন আগে দেশ প্রযোজনা থেকে বেঙ্গল স্টার এওর্য়াড-2019 পেয়েছিলেন সঙ্গীতের উপর।

বিটিভির এলো খুশির ঈদসহ নানা অনুষ্ঠানে গেয়েছেন মুন্নি আক্তার মারিয়া। বৈশাখি টিভির অচেনাকে চেনা, নামে একটি অনুষ্ঠান করেন। একুশে টিভির ম্যাঙ্গোলী পদ্ম কুড়ি-2010 এর টপ 5 এ ছিলেন তিনি এবং মাইটিভিতে হামনাদসহ অস্ংখ্য অনুষ্ঠান করেছেন।

মুন্নি আক্তার মারিয়ার  জন্ম 1988 সালে চট্টগ্রামের আগ্রাবাদে। গানের শুরু 2008 থেকে প্রথম স্টেজ অনুষ্ঠানের মাধ্যমে। 2009 এ সুরঞ্জলী থেকে রুপালী চাঁদ প্রথম এ্যালবাম করেন তিনি। সংগীতা থেকে 2010 সালে সুন্দর মন নামে আরেকটি এ্যালবাম করেন। 2014 তে বেলাল খানের সুরে আর রবিউল ইসলামের কথায় বাঁধন ছিড়ে শিরোনামে একটি গান করেন সিডি চয়েসের ব্যানারে। 2016 তে প্রতিক হাসানের সাথে তুমি আমার শত আশা ডুয়েট গানটি করেন। 2017 সালে কি যাদু গানটি করেন শিল্পী কাজী শুভর সাথে মাই সাউন্ড থেকে। 2018 তে ঈগল মিউজিক থেকে একবার পাইতাম যদি গানটি করেন এবং কি সুন্দর একগানের পাখি শিরোনামে আরেকটি গান করেন একই বছর। 2019 সালে প্রত্যয় খানের সাথে কাছে এসে দেখো না শিরোনামে গানটি করেন আবারও মাই সাউন্ডের ব্যানারে। এভাবেই তিনি গানের সাথে আছে নিয়মিত।

এ পথ চলা যেন আরো গতিশীল হয় সে আশা ব্যক্ত করেন উদিয়মান কণ্ঠ শিল্পী মুন্নি আক্তার মারিয়া।

এফএম নিউজ…আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108