বিনোদন বিভাগঃ ঢাকা
গতকাল তেইশ নভেম্বর ছিল চিত্রনায়িকা সাচীনূরের জন্মদিন। রাজধানীর মগবাজারে একটি রেস্টুরেন্টে জমকালো অনুষ্ঠানেরও আয়োজন করেছেন এই চিত্রনায়িকা। অনুষ্ঠানে অংশ নেন পরিবারের সদস্যসহ শুভাকাঙ্খী এবং শোবিজ অঙ্গনের অনেকেই। গান-নাচ ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল আয়োজনে। অনুষ্ঠানে জনপ্রিয় সংগীত শিল্পী পথিক নবী, অশ্রু, বিউটিসহ আরো অনেকেই গান করেন। তবে রাত নয়টার দিকে সবাই মিলে জন্মদিনের কেক কাটেন।
এছাড়াও চিত্রনায়ক ও মডেল আমান, সাঈদ রোহান এবং প্রিয়াঙ্কা জামানকে সাচীনূরের সাথে নৃত্যে অংশনিতে দেখা গেছে।
অনুষ্ঠানে বঙ্গ টিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব রাসেল মিয়া হৃদয়, অনলাইন ডিরেক্টর সমিতি অড্যাবের সভাপতি জনাব তানভীর হাসান, অভিনেতা ও সাংবাদিক জনাব আহমেদ সাব্বির রোমিও এবং নাট্য পরিচালক ও এফএম নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব শাহিন আহমেদসহ আরো অনেক মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত থেকে সাচীনূরকে ফুললে শুভেচ্ছা জানান।
জন্মদিনে সাচীনূর বলেন, আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ তিনি আমাকে এই পৃথিবীর মুখ দেখিয়েছেন। আর এখানে সবচেয়ে বড় অবদান আমার মমতাময়ী মায়ের। আমার ভিতরে খুব মায়া কাজ করে; যারা পৃথিবীতে এসে বিভিন্নভাবে বাবা-মায়ের আদর-ভালোবাসা থেকে বঞ্চিত হয় তাদের জন্য। তাদের জন্য আমার খুব খারাপ লাগে। আমার ইচ্ছে আছে আমি তাদের জন্য কিছু করবো। আমি যদি এতিম বাচ্চাদের জন্য কিছু করতে পারি তাহলে আমার জন্মটাও সার্থক বলে মনে করবো।
উল্যেখ্য, সাচিনূর কয়েকটি পূর্ণ দৈর্ঘ্য বাংলা সিনেমাতে নায়িকা হিসেবে কাজ করেছেন। মিডিয়াতে সবাই তাকে চিত্রনায়িকা সাচীনূর হিসেবে চেনেন।
এফএম নিউজ…আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108