প্রতিবেদকঃ বিনোদন প্রতিনিধি, বিপা চৌধুরী
নন্দিত নির্মাতা অমিতাভ রেজার প্রথম ছবি আয়নাবাজি, এই ছবি দিয়ে তিনি দারুন সাড়া ফেলেন। ব্যাপক ব্যবসাসফল হয় ছবিটি। এই আয়নাবাজি খ্যাত পরিচালক অমিতাভ রেজা এবার নির্মান করছেন রিকশা র্গাল নামে একটি ছবি। এই ছবিতে একটি অথিতি চরিত্রে প্রথমে সাকিব খানের অভিনয় করার কথা থাকলেও অবশেষে তিনি সময় না দিতে পারায় এবার সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এ সময়ের আরেক জনপ্রিয় নায়ক সিয়ামকে।
পরিচালক জানান ইতিমধ্যে সিয়ামের সাথে কথা বার্তা চুড়ান্ত হয়েছে। সিয়ামও কাজ টি করতে রাজি হয়েছেন। তবে এখনো ছবির শুটিংয়ের দিনক্ষণ ঠিক করতে পারেননি পরিচালক। খুব তাড়াতাড়ি ছবির কাজ শুরু করবেন বলে জানান পরিচালক।
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা কিশোর সাহিত্য রিকশা গার্ল অবলম্বনে তৈরি হতে যাচ্ছে এই ছবিটি। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন নভেরা রহমান। সব কিছু ঠিক থাকলে আগামী মার্চে মুক্তি পেতে পারে রিকশা গার্ল ছবিটি।
এফএম নিউজ…আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108