সাইমন সাদিকের ‘দুটি মন’ প্রেম-সংঘাতে মিশ্রীত

0
419

প্রতিবেদকঃ বিনোদন প্রতিনিধি, বিপা চৌধুরী

 

দুটি মন নামের একটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক। ছবিটি পরিচালনা করছেন আহাম্মদ আলি মন্ডল। চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ছবিটির গল্প শুনে আমার ভালো লেগেছে, এক কথায় অসাধারন গল্প। ছবিটিতে প্রেম, সংঘাত, পারিবারিক সব কিছুই পাবে দর্শক।

অলিউল রহমান প্রজজিত, মা ইনটারটেনমেনটের ব্যানারে নির্মিতব্য দুটি মন ছবির সুটিং শুরু হবে খুব শীঘ্রই জানালেন ছবির পরিচালক আহাম্মদ আলি মন্ডল।

সায়মন সাদিক একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। ২০১২ সালে পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত জ্বী হুজুর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশী চলচ্চিত্রে তার আগমন ঘটে। পরবর্তীতে তিনি ২০১৩ সালে পোড়ামন ছবিতে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান। এ বছর তিনি এর বেশি ভালবাসা যায় না চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৪ সালে মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত তুই শুধু আমার, এবং শফিক হাসানের স্বপ্নছোঁয়া। পরের বছর অভিনয় করেন মোস্তাফিজুর রহমান মানিকের “ইটিশ পিটিশ প্রেম” চলচ্চিত্রে, কিন্তু সেন্সরবোর্ডের আপত্তি থাকায় নামটি পরিবর্তন করে চুপি চুপি প্রেম নামে মুক্তি দেওয়া হয়। ২০১৬ সালে মুক্তি পায় মাটির পরী, পুড়ে যায় মন এবং অজান্তে ভালোবাসা। অপূর্ব-রানা পরিচালিত পুড়ে যায় মন সায়মন-পরীমনি জুটির প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এছাড়া আকাশ আচার্য পরিচালিত ভৌতিক চলচ্চিত্র মায়াবী-এ অভিনয় করছেন। পি এ কাজলের  চোখের দেখা

তারা প্রথম একসঙ্গে অভিনয় করেন রানা প্লাজার দুর্ঘটনা নিয়ে নির্মিত রানা প্লাজা চলচ্চিত্রে, কিন্তু অনেক দৃশ্য বাদ দিয়ে সেন্সরবোর্ডের অনুমতি পেলেও হাইকোর্টের নিষেদাজ্ঞার কারণে ছায়াছবিটি এখনো মুক্তি পায় নি। এছাড়া অভিনয় করছেন ও মুক্তির অপেক্ষায় আছে এ জে রানার তোমার জন্য পরাণ কান্দে, মিজানুর রহমান শামীমের ধ্বংস মানব, এফ আই মানিকের সারপ্রাইজ, শাহীন সুমনের প্রবাসী ডনমিয়া বিবি রাজি, পি এ কাজলের মায়াময়, মোস্তাফিজুর রহমান মানিকের প্রেম বলে কিছু নেই এবং দেবাশীষ বিশ্বাসের মন জ্বলে চলচ্চিত্রে।  ২০১৮ সালের ঈদুল আযহায় জান্নাত চলচ্চিত্রে তাকে মাহিয়া মাহীর বিপরীতে দেখা যায়। “জান্নাত” চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ২০১৮ সালে শ্রেষ্ট অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

 

এফএম নিউজ…আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108