আবার শুরু হলো শাকিব-বুবলির রোমান্স

0
480
ছবিঃ সংগ্রহীত

প্রতিবেদকঃ বিনোদন প্রতিনিধি, বিপা চৌধুরী

পুবাইল রির্সোট ক্লাব শুটিং স্পটে চলছে শাকিব খান ও বুবলির বীর ছবির শুটিং। জয় ফিল্মস এর ব্যনারে নির্মিত এই ছবিতে আরো অভিনয় করছেন মিশা সওদাগর, শিবা শানুসহ আরো অনেকে। বীর ছবিটি ইকবাল আহমেদ প্রযোজিত এবং কাজি হায়াতের  পরিচালনায় নির্মিত হচ্ছে। আজ সকাল থেকে সেখানে দৃশ্য ধারন করা হচ্ছে এই সিনেমার একটি গানের শুটিং।

অভিনেত্রী বুবলি এফএম নিউজকে বলেন, ছবিটি নিয়ে তিনি খুব আশাবাদী, এটি একটি ভিন্ন ধাঁচের গল্প। দর্শক অবশ্যই ছবিটি পছন্দ করবেন। বুবলি আরো বলেন, কাজি হায়াত স্যারের ছবিতে কাজ করতে পারছি এটা অবশ্যই আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমাদের দেশে তিনি খুব বড় মাপের পরিচালক। উনার সাথে এটি আমার প্রথম কাজ কিন্তু তা মনেই হয়নি কারণ উনি খুব হেল্পফুল একজন পরিচালক। ছবিটি নিয়ে অভিনেতা শাকিব খানের সাথে কথা বলতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজি হননি।

বীর ছবিটির কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপও করছেন কাজী হায়াত নিজেই। ছবির কর্মকর্তারা বলেন, পহেলা বৈশাখ বীর ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে প্রযোজনা সংস্থা জয় ফিল্মস এর।

উল্লেখ্য যে, শাকিব খানের হাত ধরে বসগিরি ছবির মাধ্যমে বাংলা সিনেমায় পা রাখেন বুবলি। এরপর সাকিব খান ও বুবলি এই জুটি অভিনয় করেন শুটার, ক্যাপ্টেন খান, সুপার হিরো, চিটাগাংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া, মনের মতো মানুষ পাইলাম নারে ইত্যাদি আরো অনেক ছবিতে।

এফএম নিউজ…আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108