প্রতিবেদকঃ বিনোদন প্রতিনিধি, বিপা চৌধুরী
একত্রিশে পা দিচ্ছেন চিত্র নায়ক বাপ্পী চৌধূরী। ১৯৮৮ সালের ৬ ডিসেম্বর নারায়নগঞ্জের সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন। ৬ফুট উচ্চতার ঢাকাই সুলতান খ্যাত বাপ্পী চৌধূরী ক্যারিয়ার শুরু করেন ২০১২ সালের শেষ দিকে (জাজ মাল্টিমিডিয়া) ব্যানারে ভালবাসার রঙ চলচ্চিত্ত্রের মাধমে। তার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন নায়িকা-মাহিয়া মাহি।
আজকের এই দিনে মা বাবার বুক আলোকিত করে সুন্দর এ পৃথিবীর মুখ দেখেন ফুটফুটে বাপ্পী চৌধূরী। চারিদিকে নেমে আসে আনন্দের জোয়ার। মা-বাবা আদর করে নাম দেন-বাপ্পী । সেদিনের সেই ছোট্ট শিশুটি এখন ঢালিউডের জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধূরী। বাবা ছিলেন ব্যবসায়ী। ধীরে ধীরে হামাগুড়ি দিতে দিতে হাঁটিহাঁটি পা-পা করে বড় হতে থাকেন বাপ্পী।
সময়টা ২০১২ সালের শেষ দিকে। কখনোই ইচ্ছা ছিল না নায়ক হওয়ার। স্বপ্ন ছিল বাবার মতো নামকরা ব্যবসায়ী হওয়ার।কিন্তু ভুলবশত বাপ্পীর একটি ছবি চলে যায় জাজ মাল্টিমিডিয়ার কর্ণাধার আব্দুল আজিজের কাছে। জাজের এই অপ্রত্যাশিত চান্স হাত ছাড়া করেননি বাপ্পী। সেই থেকে আজকের এই অবস্থান।
মজার ব্যাপার হলো-যখন বাপ্পীর কাছে হিরো হওয়ার প্রস্তাব আসে তখন বাপ্পী ভার্সিটিতে ক্লাসে ছিলেন। প্রথম যেদিন জাজের অফিস আসেন তখন কলেজ ব্যাগ বাপ্পীর কাঁধে ছিল। এখন ২০১৯ সালের শেষ দিক। ক্যারিয়ারে প্রায় ৮ বছর অতিক্রম করেছেন। মুক্তি পেয়েছে অনেক ছবি। বর্তমানে চারটি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এর মধ্যে দুটি ছবির কাজ শেষ। এগুলো হলো- দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ও বেলাল সানীর ‘ডেঞ্জার জোন’। এছাড়া গাজী জাহাঙ্গীরের পরিচালনায় ‘প্রেমের বাঁধন’ এবং দীপঙ্কর দীপনের ‘ঢাকা ২০৪০’ ছবি দুটির কাজ চলমান রয়েছে। চারটি ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত বাপ্পি।
তিনি জুটি বেঁধে কাজ করেছেন ঢালিউডের প্রথম সারির প্রায় সব নায়িকার সাথে। বাপ্পীর সাথে ১৩ জন নায়িকার অভিষেক ঘটেছে। যুক্ত হয়েছে হিট, সুপারহিট, ব্লকবাস্টার ছবি। দেশের ডিজিটাল হিরো হিসেবে চিত্রনায়ক বাপ্পীর বেশ জনপ্রিয়তা রয়েছে। এছাড়াও দেশ সেরা প্রোডাকশন হাউজ জাজ মাল্টিমিডিয়ার প্রথম ছবির হিরোও তিনি। এছাড়া লাইভ টেকনোলোজিস, ডিজিটাল মুভিজ ও অন্যান্য প্রোডাকশনতো আছেই।
আজকের এই শুভ জন্মদিন তিনি প্রতিবছরের ন্যায় পালন করেছেন পথ শিশুদের নিয়ে। রাত আটটার সময় তিনি কেক কাটেন পথ শিশু-অসহায়-গরিব-দুখি মানুষদের নিয়ে। এবং তিনি প্রতিবছর এদের অন্তত এই দিন এক বেলা খাওয়ার ব্যবস্থা করে থাকেন।
এফএম নিউজ এর পক্ষ থেকে প্রত্যাশা- আগামী দিনগুলো সুখ-শান্তিতে কাটুক এবং চলচ্চিত্রের এই ক্যারিয়ার চিরকাল গতিময় থাকুক। শুভ জন্মদিন বাপ্পী চৌধূরী।
এফএম নিউজ…আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108