প্রতিবেদকঃ শেখ হেদায়েতুল্লাহ, খুলনা
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)র চেয়ারম্যান পদে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্য হতে নিয়োগ দানের দাবি জানান হয়েছে। এছাড়া খুলনার উন্নয়নে রূপসা ব্রীজ হতে রূপসা ঘাট পর্যন্ত ৪ লেনে উন্নীতকরণ, ত্রুটিযুক্ত আধুনিক রেল স্টেশন সংস্কার, খুলনা-দর্শনা ডবল রেল লাইন স্থাপনের দাবি জানান বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। এই দাবিতে সংগঠনটির নেতারা ৮ ও ১১ ডিসেম্বর মানব বন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন। এ উপলক্ষে বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহসচিব শেখ আশরাফ উজ জামান।
লিখিত বক্তব্যে তিনি বলেন খুলনা-যশোর রোড ৬ লেনে উন্নিত করা, শের-এ-বাংলা রোড ৪ লেনে উন্নিত করণ কাজ দ্রুত শুরু করতে হবে। ২০১৩ সালে একনেকে অনুমোদিত রূপসা ব্রীজ থেকে রূপসা ঘাট পর্যন্ত ৪ লেন এবং ২০১৮ সালে অনুমোদিত থ্রি-লিংক রোডের নির্মাণ কাজ দ্রুত শুরু করাও দাবি জানান তারা। এছাড়া রূপসা ও ভৈবর নদীর তীর ঘেঁষে শহর রক্ষা বাঁধসহ দৃষ্টি নন্দন সৌন্দর্যপূর্ণ রিভার ভিউ রোড নির্মাণের দাবি করেন।
নেতৃবৃন্দ আগামী ৮ ডিসেম্বর রোববার নগরীর পিকচার প্যালেস মোড়ে আগামী ১১ ডিসেম্বর নব-নির্মিত রেল স্টেশনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ মোশাররফ হোসেন, সহ-সভাপতি শাহিন জামাল পন, অধ্যাপক মো: আবুল বাসার, মিনা আজিজুর রহমান, উন্নয়ন কমিটির সাবেক সভাপতি এস এম দাউদ আলী, ইঞ্জিনিয়ার আজাদুল হক, অ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: মিজানুর রহমান বাবু, মো: মিজানুর রহমান জিয়া, মো: আফজাল হোসেন রাজু, মো: রকিব উদ্দিন ফারাজী, মো: মিজানুর রহমান টিংকু, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মহিলা সম্পাদক রসু আকতার, মুক্তিযোদ্ধা মো: আবু জাফর, মো: নুরুজ্জামান খান বাচ্চু, অ্যাড. মো: মনিরুল ইসলাম পান্না, এস এম ইকবাল হোসেন বিপ্লব, হাফিজুর রহমান চৌধূরী প্রমুখ।এফএম নিউজ…আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108