আগামীকাল ৭ ডিসেম্বর থেকে আর টিভিতে সম্প্রচার হবে তারকা বহুল মেগা ধারাবাহিক নাটক “ট্রাফিক সিগন্যাল”। নাটকটি পরিচালনা করেছেন ইকবাল মাহমুদ বাবলু। এই প্রথম বার ধারাবাহিক নাটকটির টাইটেল সঙে কন্ঠ দিয়েছেন তাহসান। গান টির কথা লিখেছেন নাট্যকার রাজীব মনি দাস। আর গানটির সুর করেছেন যাদু রিছিল। গানে কন্ঠ দেবার পাশাপাশি সংগীতায়োজনও করেছেন তাহসান। গল্পে উঠে এসেছে ট্রাফিক সিগন্যালের লাল-নিল-হলুদ এই তিন বাতির ভেতর লুকিয়ে রয়েছে আসলে সব মানুষের জীবন।
নাটকটি নিয়ে আশিক চৌধুরী বলেন- আমি অনেক নাটকে কাজ করেছি। কাজ করতে গিয়ে এই নাটকটি আমার ভীষণ ভালো লেগেছে। যদি সুযোগ হয় আমি নিজেও টেলিভিশনের সামনে বসে নাটকটি দেখার প্রচুর আগ্রহ।
তমাল মাহবুব
এবং অভিনেতা তমাল মাহবুব বলেন– একটি সর্ম্পুণ ব্যতিক্রম একটি নাটক। এমন বিষয় নাটক সচরাচর হয়না। তাই দর্শক মজা পাবেন।
কাজি উজ্জল
অন্যদিকে কাজী উজ্জ্বল বলেন- নাটকের নামই বলে দিচ্ছে গল্পের ভিন্নতা। তাই নাটকটি দর্শক টানবে আশা করি। বাকিটা সময় বলবে।
রোমানা স্বর্ণা ও শিশির আহমেদনাটকটি প্রযোজনা করছে ট্রায়াঙ্গেল মিডিয়া। নাটকটি প্রতি শুক্র, শনি, ও রোববার রাত ৭ঃ৩০ মিনিটে প্রচারিত হবে শুধু মাত্র আরটিভিতে।