চার দেশের তরুনদের নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে “বিবিআইএন ইয়ুথ কনক্লেভ-২০১৯”

0
456

প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন, চট্রগ্রাম

আগামী ৮-৯ ডিসেম্বর ২০১৯, রবিবার ও সোমবার ইয়ুথ ডেভেলভমেন্ট সেন্টার বাংলাদেশ, ইয়ুথ ডেভেলভমেন্ট সেন্টার নেপালও সাউথ এশিয়ান ইয়ুথ ফোরাম এর উদ্যোগে বন্দর নগরী চট্টগ্রামের এশিয়ান এসআর হোটেলের ভেনকিউট হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিবিএইএন ইয়ুথ কনক্লেভ ২০১৯’।

মুলত বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল এই চারটি দেশের তরুনদের নিয়ে এই কনক্লেভ। এই কনক্লেভের মূল উদ্দেশ্য হলো- চার দেশের যুব সমাজকে একত্রিত করে তাদের নেতৃত্বের মাধ্যমে পলিসি তৈরীসহ এতদ অঞ্চলের তরুনদের নিয়ে শক্তিশালী জোট গঠন করে বৈশ্বিক সমস্য সমাধান এর গুণাবলি অর্জন করা। চার দেশের পর্যটন সম্ভাবনাও তরুনদের সম্পৃক্তকরন। বিশেষ বিশেষ পর্যটন এলাকায় তরুনদের নিয়ে সভা সমাবেশের মাধ্যমে টুরিজমকে উৎসাহিত করন। চার দেশের তরুনদের সম্পর্কে নিজ নিজ অবস্থান থেকে অবহিত করা এবং নিজ নিজ দেশে বিদ্যমান সামাজিক সমস্যাসহ সকল সমস্যা মোকাবেলায় তরুনদের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করা। তরুণ প্রজন্মের চিন্তাশীলতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ থেকে শুরু করে নেতৃত্বের গুণাবলিতে বলীয়ান হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে এই চার দেশের তরুণদের ভূমিকা রাখার ব্যাপারে ও আলোচনা হবে।

এছাড়া আগামী বছর মুজিব বর্ষকে সামনে রেখে সাউথ এশিয়ান ইয়ুথ ফোরামের মহাসম্মেলন যা কক্সবাজারে অনুষ্ঠিত হবে তা নিয়ে আলোচনার কথা রয়েছে। কনক্লেভে অংশগ্রহণকারীরা বিভিন্ন সেশনে সাসটেইন এবল মিলিনিয়াম ডেভেলভমেন্ট গোল,ক্লাইমেট চেইঞ্জ ও বিশ্ব উষ্ণনায়ন,পর্যটন, উদোগত্যা ও ইনভেস্টম্যান্ট এবং পলিসি তৈরীতে তরুণদের অংশীদার, তরুণ নেতৃত্ব বিকাশ ও সৃষ্টিশীল চিন্তা-ভাবনার সম্মুখ ধারনা নিয়ে আলোচনায় চার দেশের তরুণরা অংশগ্রহণের সুযোগ পাবে।তাছাড়া স্ব স্ব ক্ষেত্রে অবদানকারী পাঁচ জন তরুণকে দেওয়া হবে “বি বি আই এন ইয়ুথ আইকন এওয়ার্ড ২০১৯”।

বিশ্বের চারটি দেশের প্রায় ১০০ জন ইয়ুথ আইকন, তরুণ তরুণী, স্বেচ্চাসেবি, কর্মজীবী, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, ছাত্র ছাত্রী এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। উক্ত কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন-চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজের সম্মানিত পরিচালক প্রফেসর ডাঃউত্তম কুমার বড়ুয়া,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালের লিভার ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নিল, সহযোগী প্রফেসর ডাঃনুজহাত চৌধুরী, বিশেষ বক্তা বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, অতিথি হিসেবে থাকবেন নেপালের এম পি উমিতা বারালি, মেয়র প্রেম কুমার রয়, মেয়র কিরন রয়,ইয়ুথ ডেভেলভমেন্ট সেন্টার নেপালের পরিচালক অভিনব চৌধুরী, কিরন খটকা সহ নেপালের ব্যবসায়ী প্রতিনিধিদল থাকবেন। উক্ত কনক্লেভ সভাপতিত্ব করবেন মো: আছিফুর রহমান শাহীন, চীফ কান্ট্রি কোওরডিনেটর ইয়ুথ ডেভেলভমেন্ট সেন্টার বাংলাদেশ এবং সদস্য, সাউথ এশিয়ান ইয়ুথ ফোরাম। উক্ত কনক্লেভে বিভিন্ন সেশনের বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- সমাজের স্ব স্ব স্থানে প্রসিদ্ধ ব্যক্তিবর্গ। বিবিআইএন ইয়ুথ কনক্লেভ -২০১৯ এর সহযোগী হিসেবে আছেন-এশিনায় হোটেল এস আর, মিডিয়া পার্টনার- বাংলা রিপোর্ট, সিভয়েস২৪.কম, এফএম নিউজ, স্বেচ্চাসেবী পার্টনার- কালের কণ্ঠ শুভ সংঘ চট্টগ্রাম উত্তর জেলা।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108