আসিফের প্রথম সিনেমার প্রথম গান প্রকাশ; আমান ও তমার রোমান্স

1
393
সিনেমাঃ গহীনের গান

প্রতিবেদকঃ বিনোদন প্রতিনিধি, বিপা চৌধুরী

সংগীত শিল্পী আসিফ আকবর অভিনীত দেশের প্রথম মিউজিক্যাল সিনেমা ‘গহীনের গান’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ২০ ডিসেম্বর। এ উপলক্ষে প্রথমবারের মতো সিনেমাটির ভিডিও গান ইউটিউবে প্রকাশ পেয়েছে। ‘এমনও র্বষায়’ শিরোনামে গানটিতে দেখা দিলেন তমা মির্জা ও আমান রেজা। এই গানটিসহ আসিফ আকবরের গাওয়া ভিন্ন ভিন্ন বিষয়ের মোট ৯টি নতুন গান সিনেমাটিতে পাওয়া যাবে।

আমান রেজা ও তমা মির্জা

প্রকাশের আগে সোমবার (২ ডিসেম্বর) রাতে বাংলাঢোলের ফেসবুক পেইজ থেকে লাইভে আসেন সিনেমাটির শিল্পী-কলাকুশলীরা। লাইভে উপস্থিত ছিলেন সিনেমাটির অভিনেতা ও কণ্ঠশিল্পী আসিফ আকবর, অভিনেত্রী তমা মির্জা, তানজিকা আমিন, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক তরুন মুন্সী, প্রযোজক এনামুল হক, সিনেমাটোগ্রাফার বিদ্রোহী দীপন এবং চিত্রনাট্যকার ও নির্মাতা সাদাত হোসাইন।

লাইভে আসিফ আকবর বলেন, আমাদের সিনেমার গান প্রকাশ শুরু হলো। আমরা অবশ্যই আপনাদের ভালো রেসপন্সের জন্য অপেক্ষা করবো। আর ছবি সংক্রান্ত আপডেট নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে আসবো।

সিনেমাটির সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুন মুন্সী। দুটি গান লিখেছেন রাজীব আহমেদ আর একটি লিখেছেন পরিচালক নিজেই। ‘বন্ধু তোর খবর কি রে’ গানটির সুর করেছেন পল্লব স্যানাল ও সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108

1 COMMENT

Comments are closed.