প্রতিবেদকঃ বিনোদন প্রতিনিধি, বিপা চৌধুরী
দিরঘদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিলো মিথিলা-সৃজিতের সম্পর্ক নিয়ে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করলেন বাংলাদেশি অভিনেত্রী মিথিলা ও ভারতের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। গত কাল শুক্রবার সন্ধার সময় দক্ষিন কলকাতায় সৃজিতের নিজের বাসায় তাদের বিয়ে হয়। ঘরোয়াভাবে আয়োজিত এই বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রি মিথিলার পরিবারের লোক জন, ও সৃজিতের পরিবারের মানুষ জন সহ দুই তারকার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু। তারা সকলেই চলচিত্রের অতি পরিচিত মুখ।
আজ শনিবার সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমাতে যাচ্ছেন এই নব দম্পতি। জনপ্রিয় সংগিতশিল্পি ও অভিনেতা তাহসানের সাথে বিয়ে হয় মিথিলার ২০০৬ সালের ৩ আগস্ট। ২০১৭ সালের জুলাই মাসে বিবাহবিচ্ছেদ হয় তাহসান মিথিলা দম্পতির। তাদের একমাত্র মেয়ে আইরা বরতমানে মিথিলার কাছেই আছে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108