রিসোর্ট ও বিনোদন কেন্দ্র ঘিরে বখাটেদের উৎপাত প্রশাসন নীরব!

0
456
ছবিঃ ইন্টারনেট

প্রতিবেদকঃ এফএম নিউজ প্রতিনিধি, বিপা চৌধুরী

রাজধানীর পূর্বচল, মিরপুর রিসোর্টসেন্টার, অভিজাত এলাকা, বিনোদনের স্পটসহ বিভিন্ন এলাকায় বখাটেদের উৎপাত বেড়েছে। প্রতিটি বিনোদন স্পটের আশপাশে বখাটেদের অবস্থান এখন চোখে পড়ার মতো। প্রশাসনিকভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় দিনদিন এর সংখ্যা বাড়ছে। আর এতে নাজেহালের শিকার হচ্ছে বিনোদন প্রেমি তরুন-তরণী, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দম্পতিরা।

বখাটেদের এই বিচরণ বন্ধ করতে পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি সচেতন মহলের। সরেজমিন ঘুরে জানা গেছে, রাজধানীর নগরীর বিভিন্ন এলাকার মধ্যে বারিধারার পূর্বাচল আবাসিক এলাকা, বসুন্ধরা আবাসিক এলাকা, পূর্বাচল এলাকার ৩০০ ফিট এলাকা, মিরপুর-১সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘিরে বখাটেদের বিচরণ আগের চেয়ে বেড়েছে। বিনোদন প্রেমীরা বিনোদন কেন্দ্রে প্রবেশ কিংবা বের হওয়ার সময় বখাটেরা গেট ও তার আশপাশে রোমিও সেজে অবস্থান করে। সুযোগ বুঝে তরুন তরুনীদের অশালীন উক্তি ছুড়ে দিচ্ছে। বখাটেদের এসব অশালীন উক্তি তরুনীরা নীরবে সহ্য করে গন্তব্যে যাচ্ছে। বিষয়টি ওপেন সিক্রেট হলেও এ ব্যাপারে কোনো প্রতিরোধ না থাকায় তা দিন দিন বেড়েই চলেছে।

বখাটে যুবকরা বেশির ভাগই চিহ্নিত। আবার অনেকেই এলাকাভিত্তিক অমুক গডফাদার, তমুক দলের সঙ্গে সম্পৃক্ত পরিচয় দিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে। তরুনীদের মধ্যে অনেকেই বখাটে দ্বারা উৎপাতের শিকার হলেও লোকলজ্জার ভয়ে কেউ ঘটনা প্রকাশ করছে না। অভিভাবকরাও সন্ত্রাসী প্রকৃতির বখাটের দ্বারা পরবর্তীতে আরও বেশি উৎপাতের আশঙ্কায় বখাটেদের বিরুদ্ধে কোনো অভিযোগও করছেন না। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এরকম একটি ঘটনা ঘটেছে গত ৩০ নভেম্বর সাড়ে ৭টার দিকে পূর্বাচল হ্যানম্যান সুইমিং পুল থেকে বেরিয়ে চার তরুন তরুনী হেঁটে যাচ্ছিলেন। এ সময়ে এক তরূণী কিছুটা পিছনে পড়ে। তাকে একটি প্রাইভেট কারে কয়েক যুবক গতিরোধ করে অশালীন বক্তব্র ছুড়ে দেয়। তারা ওই তরুনীর সাথে অশালিন আচরণ করতে তাখে। প্রতিবাদ করে ওই তরুনী। এক পর্যায়ে হট্টগোল শুনে সামনে এগিয়ে যাওয়া তারা অপর বন্ধুরা এগিযে আসলে বখাটে যুবকরা তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে প্রাইভেট কার নিয়ে সটকে পড়ে। এসময় তাদের যে গাড়িটি ব্যবহার করা হয় তার নম্বর প্লেটে ছিল (ঢাকা মেট্রো-গ 347193)।

ক্ষুব্ধ ওই তরুনী বলেন, ঘুরতে বের হলে বখাটে ছেলেরা অনেকটাই বিরক্ত করে। বিনোদন কেন্দ্রের সামনে বখাটেদের অবস্থানের সময় টহল পুলিশ একটু অভিযান চালালে এর প্রতিকার হয়। পুলিশি টহল জোরদার হলে বখাটেদের উৎপাত বন্ধ হবে অনেকটাই।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108