সাফি উদ্দিন সাফি’র ‘সিক্রেট এজেন্ট’ বাপ্পির জন্মদিনে উষ্ণ গিফট

0
636
বাপ্পি চৌধুরি ও সাফি উদ্দিন সাফি

প্রতিবেদকঃ বিনোদন প্রতিনিধি, বিপা চৌধুরী

পরিচালক সাফি উদ্দিন সাফি ঢালিউড পাড়ার একজন সফল পরিচালক। “পূর্ণ ধৈর্ঘ প্রেম কাহিনী” ছবি সহ অসংখ্যা ব্যাবসা সফল ছবি উপহার দিয়েছেন এই পরিচালক। দীর্ঘদিন পর নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছেন এই সনামধন্য পরিচালক সাফি উদ্দিন সাফি।

ঢাকাই চলচিত্রের সফল পরিচালক সাফি উদ্দিন সাফি এবার নির্মাণ করতে যাচ্ছেন তার নতুন ছিনেমা “সিক্রেট এজেন্ট”। এই ছবিতে নায়ক হিসেবে থাকছেন ঢাকাই চলচ্চিত্রের র্বমাতন সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী। ছবিতে বাপ্পির বিপরিতে অভিনয় করছেন নবাগতা উষ্ণ হক।

উষ্ণ হক

নির্মাতা সাফি উদ্দিন সাফি এফএম নিউজকে বলেন, আজ বাপ্পির জন্মদিন। সেই উপলক্ষে, আজ রাজধানীর বনানীর গ্রিটারসরিং রেস্টুরেন্টে রাত ১০টাই বাপ্পির জন্মদিনের কেক কাটার মাধ্যমে এই ছবির অনন্য শিল্পীসহ বিস্তারিত সব কিছু জানানো হবে।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108