প্রতিবেদকঃ বিনোদন প্রতিনিধি, বিপা চৌধুরী
ছোট পর্দার অভিনেত্রী সূচনা এবার অভিনয় করলেন একটি ভিন্নধর্মী টেলিছবিতে। টেলিছবিটির নাম “নীল বোতাম”। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। টেলিছবিটির কাহিনী নির্মিত হয়েছে একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে। সাত ডিসেম্বর রাত সাড়ে আটটায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় নীল বোতাম।
নীল বোতাম নিয়ে সূচনা আজাদ এফএম নিউজকে বলেন, নীল বোতাম একটি খুনের কাহিনীকে নিয়ে নির্মিত টেলিছবি। আমি যেই আশা করেছিলাম টেলিছবিটি নিয়ে আমার সেই আশা শতভাগ পুরন হয়েছে। এটি আমার ক্যারিয়ারকে আরেকধাপ এগিয়ে দিল। বলতে গেলে এটি আমার ক্যারিয়ারের জন্য সবুজ সংকেত। গতকাল টেলিছবিটি প্রচার হওয়ার পর থেকে দর্শকদের বিপুল পরিমাণ সাড়া পাচ্ছি। দর্শক টেলিছবিটির সাথে সাথে আমাকেও খুব ভালো ভাবে গ্রহন করেছে।
আমি সকল দর্শকদের কাছে দোয়া চাচ্ছি যেনো আমি আপনাদের আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি। আমি সবার প্রতি কৃতজ্ঞ।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108