প্রতিবেদকঃ শেখ হেদায়েতুল্লাহ, খুলনা
আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। অপরদিকে মহানগর শাকার সভাপতি পদে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক পুন:নির্বাচিত হয়েছেন। এছাড়া জেলা শাখার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সুজিৎ অধিকারী। এছাড়া মহানগর শাখার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এমডিএ বাবুল রানা।
![]()
মঙ্গলবার জেলা ও মহানগর শাখার সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় নেতাদের আলাপ আলোচনার ভিত্তিতে তাদেরকে এই পদে নির্বাচিত করা হয়। এর আগে প্রথম অধিবেশনে জেলা ও মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রস্তাবক ও সমর্থকের নামসহ লিখিত আবেদন করতে বলা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধন করেন সভাপতি মন্ডলীর সদস্য পীযুষ হান্তি ভট্টাচার্য। খুলনা সার্কিট হাউস মাঠে মঙ্গলবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ২০১৪ সালের ২৯ নভেম্বর খুলনা মহানগর শাখার সম্মেলনে তালুকদার আবদুল খালেক সভাপতি ও মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ হারুনুর রশিদ সভাপতি ও এসএম মোস্তফা রশিদী সুজা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108