খুলনায় রাষ্ট্রায়াত্ব পাটকল শ্রমিকরদের আমরণ অনশন

0
361

প্রতিবেদকঃ শেখ হেদায়েতুল্লাহ, খুলনা

মজুরি কমিশন বাস্তবায়ন ও নিয়মিত মজুরি পরিশোধসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে খুলনায় আমরণ অনশন শুরু করেছেন রাষ্ট্রায়াত্ত পাটকলের শ্রমিকরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে এ অনশন কর্মসূচি শুরু করেন তারা। এর আগে ঘোষিত কমৃসূচি অনুযায়ি মঙ্গলবার সকালে আমরণ অনশন কর্মসূচি থাকলেও আওয়ামী লীগের জেলা ও মহানগরের সম্শেলনের কারণে সময় পিছিযে দেয়া হয়।
প্লাটিনাম জুবিলী জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন জানান রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের ডাকা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিল বন্ধ রখে স্ব স্ব মিলগেটে তারা অনশন কর্মসূচি শুরু করেছেন। খুলনার ক্রিসেন্ট জুট মিল, প্লাটিনাম জুবিলী জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, দিঘলিয়ার স্টার, শিরোমনি ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ( যশোর জুট ইন্ডাস্ট্রি) ও কার্পেটিং স্ব স্ব পাটকলের উৎপাদন বন্ধ রেখে মিলের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করছেন প্রায় অর্ধ লাখ শ্রমিক।
পাটকল শ্রমিকরা জানান, শ্রমিকরা মজুরি না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তারা তাদের সন্তানদের লেখাপড়ার খরচ, ঘর ভাড়া দিতে পারছেন না। এ অবস্থায় বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন।
ক্রিসেন্ট জুট মিলের সিবিএ নেতা মো. মুরাদ হোসেন বলেন, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ বন্ধ রেখে স্ব স্ব মিল গেটে অনশন পালন করছেন।
শ্রমিকরা বলেন, আজ সব সেক্টরে মজুরি কমিশন বাস্তবায়ন হলেও পাটকল শ্রমিকদের বেলায় অনীহা করা হচ্ছে। মজুরি কমিশন বাস্তবায়ন, পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও পিপিপি বাতিলসহ ১১ দফা দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, পিপিপি বাতিল, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চলবে।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108