প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি
এবার কানামাছি নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক ইমন। গত মঙ্গলবার রাতে এই ছবিটিতে চুক্তিবদ্ধ হন ইমন। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মম ও সূচনা আজাদ। ছবিটি পরিচালনা করছেন ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা অঞ্জন আইচ। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে নেপালে। অঞ্জন আইচ এর আগে তার প্রথম ছবি আগামীকাল নামের একটি ছবিতে ইমন ও মম কে নিয়ে কাজ করেন। অঞ্জন আইচের প্রথম এ ছবির শুটিং শেষ হয়েছে। এখন চলছে ছবিটির সম্পাদনার কাজ।
পরপর দুই ছবিতে একই পরিচালক ও একই নায়কের বিপরীতে কাজ করা প্রসঙ্গে এফএম নিউজকে অভিনেত্রী মম বলেন, ইমন আমি ভালো বন্ধু। ও সহ শিল্পী হিসেবে ও ইমন অনেক ভালো। যেহেতু আমরা দুজন পরিচালকের একটি ছবি শেষ করেছি, সেহেতু, আমাদের কাজ ভালো লেগেছে বলেই হয়তো নির্মাতা আবার আমাদের দুজনকে নিয়ে কাজ করতে আগ্রহী হয়েছেন। ইমন বলেন, মম ভালো অভিনেত্রী, তার সাথে ঠিকমতো কাজ করা যায়। একি জুটিকে নিয়ে পরপর দুটি ছবিতে কাজ করা প্রসঙ্গে নির্মাতা বলেন, এর আগে ছোটপর্দায় ইমন ও মম কে নিয়ে কাজ করেছি । প্রথম ছবি তাদেরকে নিয়েই করেছি, আস্থা পেয়েছি বলেই এই জুটিকে নিয়ে আবারো ছবি নির্মাণ করছি। আশা করছি এই ছবিটি খুব ভালো হবে। এই ছবির গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ছোটপর্দার অভিনেত্রী সূচনা আজাদকে। সূচনা আজাদ বলেন আমি আশাবাদী ছবিতে আমি নিজের সেরা অভিনয় দেখাতে পারবো।
ছবির গল্পটি থ্রিলার ধর্মী, আর কানামাছি ছবির গল্প কমেডি থ্রিলার। দুটি ছবির চিত্রনাট্যে লিখেছেন নির্মাতা অঞ্জন আইচ নিজেই।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108