প্রতিবেদকঃ শেখ হেদায়েতুল্লাহ, খুলনা
রাষ্টায়াত্ব পাটকল শ্রমিকদের আমরন অনশন কর্মসূচি চলাকালে অসুস্থ্য হয়ে পড়া আব্দুস সাত্তার (৪৯) নামে এক শ্রমিক মারা গেছেন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধান অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান। ওই শ্রমিক খালিশপুরের প্লাটিনাম জুবিলী জুট মিলের হেসিয়ান তাঁত বিভাগের স্তায়ী শ্রমিক।
প্লাটিনাম জুবিলী জুট মিলের সিবিএ সভাপতি মাহানা শারমিন আব্দুর সাত্তার শ্রমিক মারা যাওয়ার বিষয়ে বলেন গত তিনদিন অনাহারে থেকে অনেক শ্রমিক শয্যাশায়ী। এর মধ্যে আব্দুস সাত্তার দুপুর ১২টার দিকে অজ্ঞান হযে পড়েন। এসমযে তাকে দ্রুত খুলনা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বাড়ি পটুয়াখালী জেলায়। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রযেছে।
অপরদিকে জেজেআই ( যশোর জুট ইন্ডাস্ট্রি) সিবিএ নেতা আইয়ুব হোসেন জানিয়েছেন,জেজেআই পাটকলে অনশন কর্মসূচিতে অংশ নেওয়ায় ১১ ডিসেম্বর চয় শ্রমিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করেছে মিলকর্তৃপক্ষ। তাদের মধ্যে দুজন স্থায়ী শ্রমিক আজমল হুদা মিঠু ও নাজমুল হোসেনকে টার্মিনেট, তিনজন আব্দুল হামিদ, ফরহাদ মল্লিক ও ইউসুফ আলীকে সাসপেন্ড করা হয়েছে। একজন বদলি শ্রমিক মিন্টুর নাম কেটে দেওয়া হয়েছে।
জেজেআই মিলের প্রকল্প প্রধান মো: শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
উল্লেখ্য, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে গত ১৭ নভেম্বর ৬ দিনের কর্মসূচির ডাক দেয় রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ। গত ২৫ নভেম্বর থেকে কর্মসূচি শুরু হয়।এদিকে অনশন কর্মসূচির কারণে পাটকলগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। একই সঙ্গে বিআইডিসি রোডের সব দোকান-পাটও বন্ধ রয়েছে। পাটকল শ্রমিকদের আন্দোলনে খুলনার শিল্পাঞ্চল উত্তাল হয়ে পড়েছে। অচলাবস্থার সৃষ্টি হয়েছে গোটা শিল্পাঞ্চলে।এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108