চলচ্চিত্র নিয়ে আত্মবিশ্বাসী সূচনা আজাদ

0
552

প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি

অঞ্জন আইচের প্রথম চলচ্চিত্র আগামীকাল। ছবিটি এখন সম্পাদনার কাজ চলছে, এরই মাঝে পরিচালক অঞ্জন আইচ ঘোষণা দিলেন তার দ্বিতীয় ছবির নাম। তার দ্বিতীয় ছবি কানামাছি, যেখানে অভিনয় করছেন ইমন ও ছোট পর্দার অভিনেত্রী সূচনা আজাদ। গত দশ তারিখ রাতে এই সিনেমার সাইনিং হলো ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে।ছবিটির গল্প নিয়ে অঞ্জন আইচ বলেন, ছবিটি কমেডি ধাঁচের হলেও এখানে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণীয় এসএমএস আছে। এই ছবির একটি জটিল চরিত্রে অভিনয় করছেন আ খ ম হাসান। তাছাড়া ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জাকিয়া বারী মম। এছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন ফারুক আহমেদ, আরফান আহমেদ, ও মাহবুবকে।

সূচনা-ইমন-মম

এফএম নিউজকে ছবির নায়িকা সূচনা আজাদ বলেন, আমি আত্মবিশ্বাসী দর্শককে হল মূখী করার মতো নিজের সেরাটা দিতে পারবো এই সিনেমায়। আমরা সবাই মিলে নতুনভাবে বাংলা চলচ্চিত্রকে গড়তে পারি। আমি এই সিনেমার মাধ্যমে শুরু করলাম; আশা করি অন্যরা আমার মতো করে আমাদের দেশের সিনেমা নিয়ে চিন্তা করবেন।

সূচনা আজাদ

অন্যদিকে নির্মাতা বলেন, ঢাকা ও নেপালে শুটিং হবে চলচ্চিত্রটি। খুব তাড়াতাড়ি চলচ্চিত্রটির শুটিং শুরু হবে বলে জানালেন পরিচালক। এখন চলছে ছবিটির গল্প চিত্রনাট্য ও সংলাপ লেখার কাজ।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108