প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী (প্রশিক্ষণার্থী), বি-বাড়িয়া
চোখে পড়বে এই শতকের শেষেই বিরূপ প্রভাবে কতকিছুই তো বদলে যাচ্ছে। এবার সেই পরিবর্তনের তালিকা সাগর-মহাসাগরের জলের রং। যে বদলটা চোখে পড়বে চলতি বছরের শেষ দিকেই। তখন পৃথিবীর ৫০ ভাগ সমুদ্রের রঙেই আসবে পরিবর্তন।কোন এলাকা ধারণ করবে কালচে নীল, কোনটা গাঢ় সবুজ অথবা ভিন্ন কোন রূপ। সেই সাথে পরিবর্তন ঘটবে সমুদ্রের খাদ্য ও কার্বন চক্রে। তৈরি হবে এমন অজানা সব পরিস্থিতি যার জন্য এখনও প্রস্তুত নয় মানুষ।
বদলে যাচ্ছে সাগর-মহাসাগরের রঙ যা বোঝা যাবে এই শতকের শেষ দিকে। পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে চলা কৃত্রিম উপগ্রহের যান্ত্রিক চোখে গত দুই শতকে যে তথ্য জোগাড় হয়েছে তার ভিত্তিতেই এমন ধারণা মেসাসোসিস্ট ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষকের। তবে কি থাকবে না নীল রং? থাকবেনা সমুদ্রের কোথাও কোথাও একটু সবুজ রং? এমআইটির একদল গবেষকরা জানাচ্ছেন, পৃথিবীর অন্তত ৫০ ভাগ সমুদ্রের স্বচ্ছ নীল রঙ পাল্টে হবে কালচে নীল আর সবুজ হয়ে যাবে আরো সবুজ। মূলত জলবায়ু পরিবর্তনের ফলে এমনটা হবে।এ শতকে শেষ নাগাদ পৃথিবীর গড় তাপমাত্রা বাড়বে অন্তত ৩ ডিগ্রী ফলে ঘটবে সমুদ্রের জলের ধারে পরিবর্তন। কিছু এলাকায় পানি হয়ে যাবে বেশি ঠান্ডা আর কিছু এলাকায় অতিরিক্ত গরম আর তাতেই পাল্টাবে সমুদ্রের জলে থাকা ফাইটোপ্লাংটন এর উপস্থিতি এবং পাল্টে যাবে রং। সূর্যালোক যখন সমুদ্রের জলে পড়ে তখন সূর্যরশ্মি নীল রং বাদে বাকি সব রংকে পানি অনু শুষে নেয়।ফলে জল ধারণ করে নীল রং।
আর যেখানে পানিতে ফাইটোপ্লাংটন থাকে তারা নীল শুষে নিয়ে বিকরণ করে সবুজ।ফলে পানি ধারণ করে সবুজ রং। জলবায়ু পরিবর্তনের ফলে যে এলাকায় পানির উষ্ণতা বাড়বে সে এলাকায় বাড়বে ফাইটোপ্লাংটন এর বংশ বিস্তার। কিছু এলাকায় পানির গতিপথ পরিবর্তনে কমে যাচ্ছে এর উপস্থিতি।ফলে কিছু এলাকা হয়ে উঠছে গাঢ় সবুজ আর কিছু এলাকা ফাইটোপ্লাংটন এর অনুপস্থিতে কালচে নীল।
তবে গবেষকরা বলছেন,”কিছু এলাকায় ফাইটোপ্লাংটন এর প্রয়োজনীয়তাতেও হতে পারে পরিবর্তন যা করে দিতে পারে সমুদ্রের রং লাল, বাদামি কিংবা ভিন্ন কোন রং।” কিন্তু সাগরের জলের রং বদলে গেলেই বা কি হবে? গবেষকরা জানাচ্ছেন,” এর পেছনের ছবিটা ভয়াবহ অনিশ্চিত।পৃথিবীর অর্ধেক সালোকসংশ্লেষণই হয় এই শৈবাল কণাদের ক্লোরোফিলে।এতে পরিমাণ ব্যাপক পরিমাণে বেড়ে বা কমে গেলে সমুদ্রের খাদ্যচক্র বা কার্বন চক্রে ঘটবে বড়োসড়ো পরিবর্তন। তৈরি হবে অজানা সব পরিস্থিতি।
তবে সে বদলটা মানুষ কিংবা পৃথিবী জীবকুলের পক্ষে ভাল না মন্দ তা নিয়ে সুস্পষ্ট কোন কিছু বোঝা যাচ্ছে না। একবিংশ শতাব্দীর শেষ নাগাদ সমুদ্রের এই পরিবর্তন অবশ্য খালি চোখে বোঝা যাবে না। বদলটা চোখে পড়বে বিমানে উড়তে উড়তে উপরের দিকে উঠলে অথবা স্যাটেলাইটের চোখে।দেখা যাবে কোন জায়গা হয়ে উঠেছে কালচে কোন জায়গা গাঢ় সবুজ।কিন্তু এই পরিবর্তন টা যে ঘটবে তা পর্যবেক্ষণ করা যাচ্ছে এখনই।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108