প্রতিবেদকঃ শেখ হেদায়েতুল্লাহ, খুলনা
খুলনায় সোমবার বিনম্্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ্য সন্তানদের স্মরণ করা হয়েছে। সকাল সাড়ে ৬টা থেকে গললামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, আওয়ামী লীগ জেলা ও মহানগর শাখা , খুলনা সিটি কর্পোরেশন, খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কমিউনিস্ট পার্টি, শিল্পকলা একাডেমি, বিএমএ, বিএনপিসহ বিভিন্ন সংগঠন। দিবসটি উদযাপনে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সকাল সাড়ে আটটায় খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজন করা হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী।
মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা দেওয়া হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ জনসাধারণের দর্শনের জন্য বিআইডব্লিউটিএ রকেটঘাটে দুপুর দুইটা থেকে উন্মুক্ত রাখা, বিকেল তিনটায় পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে নারীদের ক্রীড়া অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুদের জন্য উন্মুক্ত গিলাতলা ও বয়রা শিশুপার্ক ও খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশুপার্ক উন্মুক্ত রাখা হয়।
দিবসটি উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সকাল সাড়ে ৬টায় শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে শোভাযাত্রাসহ ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলা চত্বরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
খুলনা প্রকৗশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও অনুরূপ কর্মসূচী পালিত হয়। এছাড়া খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে জেলা উপজেলায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়।এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108