প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি
চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজী নির্মাণ করছেন দখল নামে একটি চলচ্চিত্র। আর এই ছবিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে পর্দায় আসছেন দুই প্রজন্মের দুই অভিনয়শিল্পী তানহা মৌমাছি ও মারুফ আকিব। বর্তমানে ছবিটির শুটিং শুরু হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় এই চলচ্চিত্রটির মহরত। জমজমাট আয়োজনের এই মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা, দখল সিনেমার কলাকুশলী ও গণমাধ্যমকর্মীরা।
ছবিটি নির্মাণের পাশাপাশি ছবিটিতে অভিনয় করবেন আমির সিরাজী। ছবিটি প্রযোজনা করবেন তরুণ বাংলা প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটি প্রসঙ্গে এফএম নিউজকে অভিনেতা মারুফ আকিব বলেন, দখল ছবিটি সম্পূর্ণ গ্রামীণ পটভূমিতে নির্মিত একটি ছবি। এই ছবির মাধ্যমে আমি আর তানহা প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করছি। আশা করছি, দর্শক আমাদের জুটিকে ভালোভাবে গ্রহণ করবেন।
গ্ল্যামার গার্ল তানহা মৌমাছি
অন্যদিকে লাস্যময়ী ও গ্ল্যামার গার্ল খ্যাত নায়িকা তানহা মৌমাছি বলেন, ছবিটিতে অভিনয় করবার মতো অনেক সুন্দর একটি চরিত্র পেয়েছি। পরিচালকের গল্প ও নির্মাণ ভাবনা আমার পছন্দ হয়েছে বলেই ছবিটিতে কাজ করতে আমি রাজি হয়েছি। এই ছবিতে আমি গ্রামের একজন সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করব। যেটা আমার জন্য একটি চ্যালেঞ্জ কারণ আমি শহরের মেয়ে শহরের আবেশেই বড় হয়েছি। বাস্তব জীবনের বাহিরে একটি চরিত্র করবো এটা ভেবে আমার একধরণের আগ্রহ কাজ করছে। ছবিটি একটি সামাজিক গল্পের ছবি। আমি আশা করছি গল্পটি দর্শকদের ভালো লাগবে।
![]()
লাস্যময়ী তানহা মৌমাছি
উল্লেখ্য, উনিশ ডিসেম্বর থেকে কিশোরগঞ্জের অষ্টগ্রামে ছবিটির শুটিং শুরু হয়েছে। ছবিটির প্রথম লটের শুটিংয়ে অংশ নেন তানহা মৌমাছি, মারুফ আকিব, ও তানিন সুবা সহ আরো অনেকে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108