শৈত্যপ্রবাহের মধ্যে সিয়াম-নুসরাতের অপারেশন সুন্দরবন!

0
379

প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি

২০১৮ সালে শুরু হয় অপারেশন সুন্দরবন ছবিটির প্রস্তুতি। ছবিটি নির্মাণ করছেন ঢাকা অ্যাটাক খ্যাত পরিচালক দীপঙ্কর দীপন। সুন্দরবন জলদস্যু মুক্ত কর বার গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। ২০ ডিসেম্বর শুক্রবার সাতক্ষীরা জেলার মুন্সিগঞ্জ এলাকায় শুরু হয় ছবিটির প্রথম লটের শুটিং।

ছবিটি নিয়ে নির্মাতা দীপঙ্কর দীপন বলেন, ২০১৮ সালে যে সিনেমাটির প্রস্তুতি নিয়েছিলাম, এবার তার শুটিং শুরু করেছি। বরাবরের মতো আমি সবার দোয়া কামনা করছি। দেশজুড়ে এখন চলছে তীব্র শৈত্যপ্রবাহ। এর মাঝেই শুরু হয়েছে “অপারেশন সুন্দরবন” ছবিটির শুটিং। চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, তাসকিন আহমেদ, রোশান, মনোজ প্রামাণিক, সামিনা বাসার, দিপু ইমামসহ অনেকে।

যাত্রা কালে সিয়ামসহ সঙ্গীরা

 

পরিচালক জানান প্রথম দিনের শুটিংয়ে অংশ নিবেন মনোজ প্রামানিক, সামিনা বাশার। এরপর পর্যায়ক্রমে বাকি শিল্পীরা যুক্ত হবেন। অপারেশন সুন্দরবনকে বলা হচ্ছে বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার ধর্মী একটি চলচ্চিত্র। ছবিটির চিত্রনাট্য লিখেছেন, যৌথভাবে নাজিম উদ-দৌলা ও দীপংকর দীপন। ছবিটি প্রযোজনা করছেন র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108