আর্টিকেল-১৯ এর উদ্যোগে সাংবাদিকদের কর্মশালা

0
424

প্রতিবেদকঃ শেখ হেদায়েতুল্লাহ, খুলনা

তথ্য যখন প্রকাশ হয় না, তখন গণতন্ত্র অন্ধকারে চলে যায়। সাংবাদিকের নামে বর্তমানে প্রচুর ফৌজদারী মামলা হচ্ছে। যা উদ্বেগজনক। অথচ সাংবাদিকে নামে সংবাদ সংক্রান্ত কোন মামলা করতে হলে সেটি প্রেসকাউন্সিলে করতে হবে। সাংবাদিকতায় ঝুঁকি ও হুমকি বিষয়ক এক কর্মশালায় এ কথা বলা হয়। শনিবার নগরীর এক অভিজাত হোটেলে আর্টিকেল-১৯ নামে এক সংস্থার উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডেনমার্কের দূতাবাসের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় সাংবাদিকতার ক্ষেত্রে পেশাগত ঝুঁকি, হুমকি, নিরাপত্তা বিষয়ে বিভিন্ন আলোচনা হয়। এর প্রতিকার ও আইন সম্পর্কেও ধারনা দেয়া হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ও সাউথ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সাল। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রফিকুজ্জামান রুমন ও হাসানুল বারী।
কর্মশালাটির সমন্বয় করেন ইফফাত নওরিন মল্লিক। কর্মশালায় খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাটের সংবাদকর্মী এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108