ইনানি রির্সোটের বিরুদ্ধে অভিযোগ

0
474

প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি

তাদেরকে আমি যখন বললাম আমি এটা নিয়ে অভিযোগ করবো তারা আমাকে বলল আপনি যা খুশি তাই করেন। এভাবে বাকবিতন্ডা ও উদ্যাত্ব আচরণ করে অপমান করা হয় অভিনেত্রী আকলিমা লিজার সাথে। ঘটনাটি ঘটেছে ২০ ডিসেম্বর ইনানি রির্সোটের একটি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটি কক্সবাজার-চিটাগাং এর মাঝে চকরিয়ায় অবস্থিত। রেস্টুরেন্টের মালিকের নাম শহীদুল্লাহ।

অভিযোগকারী আকলিমা আক্তার বলেন, ২৪০ টাকার খাবার নেয়া হয়েছে তারপরও তারা আমাদেরকে এখানে লাঞ্চ করতে দেয়নি। আমি আমার পরিবার ও বাচ্চাদের নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিলাম। মাঝ পথে বাচ্চাদের ক্ষুদা লাগায় আমরা ইনানি রির্সোটের একটি রেস্টুরেন্টে খেতে যাই। তখন লাঞ্চ আওয়ার ছিল দুপুর দুইটা। আমরা শাক-সবজি-ভর্তা চেয়েছি কিন্তু মাছ/মাংস খাব না তাই আমাদেরকে শাক-সবজি-ভর্তা দেয়া হয়নি।

ম্যানেজার

বিষয়টি নিয়ে ম্যানেজারের কাছে গেলে ম্যানেজারও একই কথা বলে। এমনকি ওখানে যারা আছে তারা সবা্ই একই কথা বলল। সেবার নামে সেচ্চাচারিতা ও র্দূব্যহার করা হয় এই রেস্টুরেন্টে। একজন যাত্রী তার পছন্দ মতো যেকোন খাবার কিনে খেতে পারবে। ভোক্তা অধিকার আইন অনুযায়ী এটা নাগরিক অধিকার। যদি সেই রেস্টুরেন্ট আমাদের চাহিদা মতো খাবার না থাকতো তাহলে আমরাও সেটা মেনে নিতে পারতাম। কিন্তু তাদের আচরণে আমি ক্ষুব্দ সংস্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ এদের শাস্তির আওয়াতায় আনা হোক। তানাহলে আমার মতো আরো অনেক যাত্রী তাদের এমন বৈরী আচরণের শিকার হবে।

অভিনেত্রী আকলিমা লিজা

উল্লেখ্য, আকলিমা লিজা একজন অভিনেত্রী। তিনি বিভিন্ন টিভি নাটকে কাজ করছেন প্রায় ২০ বছর যাবত। তিনি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে অনেক নাটকে অভিনয় করেছেন।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108