প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি
পুরো নাম: আব্দুল হান্নান রুপম, পিতা: শাহ্ আলম, মাতা: পারভিন আক্তার, জন্মস্থান: লক্ষ্মীপুর, স্কুল: পালেরহাট পাবলিক হাই স্কুল, কলেজ: BCI ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। বর্তমানে পড়াশোনা করছেন CSE ইঞ্জিনিয়ারিং।
রুপম
রুপম ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন ভালো একজন অভিনেতা হওয়ার, স্বপ্নের পথ ধরেই শুরু হয় তার যাত্রা। ২০১৮ সালে নির্মাতা আরিফ খানের মধুচন্দ্রিমা নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তার অভিনয়ের পথ চলা। এই নাটকে কাজ করেন সুবর্ণা মোস্তফা, আফজাল শরীফসহ আরো অনেকে। নাটকটি প্রচারিত হয়েছিল এনটিভিতে। এরপর ২০১৮ সালেই অভিনয় করেন জনপ্রিয় নির্মাতা গোলাম সারোয়ার দোদুলের ধারাবাহিক নাটক বাসার আলো-আঁধারে। নাটকটিতে অভিনয় করেছিলেন শাহেদ শরিফ খান, চুমকি, সুষমা সরকার। এরপর ২০১৯ সালে অভিনয় করেন আকাশ রঞ্জন এর ধারাবাহিক নাটক রসের হাড়িতে। নাটকটিতে অভিনয় করেন মিশু সাব্বির, অ্যালেন শুভ্র, মৌ। নাটকটি বৈশাখী টিভিতে প্রচারিত হয়। এই একই বছরে তিনি অভিনয় করেন মাবরুর রশিদ বান্নার পরিচালনায় নাটক লেডি কিলার ২, লুজার ২। লেডি কিলার ২ এতে অভিনয় করেন তাহসান, তিশা। আর লুজার ২ তে অভিনয় করেন সারিকা, মোশারফ করিম।
ফেলটুস নাটকে অভিনেতা জোভানের সাথে রুপম
এরপর একে একে অভিনয় করেন তপু খানের সময়ের গল্প, রিফাত আদনান পাপনের ফেলটুস, হাবিব শাকিলের ক্লাসমেট, সজল সিংহার বেলা শেষে তুমি। সর্বশেষ ২০১৯ সালে আরিফিন শুভ ও মিমের সাথে কাজ করেন সাপলুডু ছবিতে। বর্তমানে ব্যস্ত আছেন কাজী হায়াতের পরিচালনায় বীর ছবির শুটিংয়ে, এখানে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান, চিত্রনায়িকা বুবলি।
প্রসঙ্গত, আজ এই রুপমের শুভ জন্মদিন। এফএম নিউজকে রুপম বলেন আমি ভালো একজন অভিনেতা হতে চাই হোক সেটা ছোট পর্দা বা বড় পর্দা। সবশেষে তিনি বলেন, সবাই এফএম নিউজের সাথে থাকবেন কারণ এফএম নিউজ আমাদের সবার পথ চলার সঙ্গী।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108