প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি
এবার চ্যালেঞ্জিং একটি চরিত্র নিয়ে পর্দায় হাজির হতে যাচ্ছেন গ্লামার র্গাল তানহা মৌমাছি। ঢালিউডে এবার নির্মিত হতে যাচ্ছে লেডি অ্যাকশন ছবি ‘ইয়েস ম্যাডাম’। আর এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তানহা মৌমাছিকে।
![]()
গ্লামার র্গাল তানহা মৌমাছি
এই ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে নতুন জুটি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন আমান রেজা ও তানহা মৌমাছি। ২২শে ডিসেম্বর ডিপজলের বাড়িতে এই ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন আমান, তানহা। আমান-তানহা ছাড়াও এ ছবিতে আরো অভিনয় করবেন আমিন খান, অমিত হাসান, রেসি, কেয়া, শিপন মিত্র, রেবেকাসহ আরো অনেকে।
তারকাবহুল এই ছবিটি নির্মিত হচ্ছে টুংগীপাড়া চলচ্চিত্রের ব্যানারে। ছবিটি পরিচালনা করবেন রকিবুল আলম রকিব। প্রযোজনা করছেন মো.মিঠু শিকদার।
তানহা মৌমাছি
তানহা মৌমাছি শাহিন সুমন পরিচালিত কি দারুন দেখতে ছবিটিতে বাপ্পির বিপরীতে একটি গানে অভিনয় মাধ্যমে সবার নজর কাড়েন। এরপর তানহার যে গল্পে ভালোবাসা নেই, অনেক দামে কেনা, বৌ বানাবো তোকে ইত্যাদির ছবিগুলো মুক্তি পায়। এছাড়া তানা মৌমাছি বর্তমানে দখল সিনেমার শুটিং নিয়ে ব্যাস্ত সময় পার করছেন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108