শীত বাড়তে পারে; খুলনায় গুড়িগুড়ি বৃষ্টি

0
379

প্রতিবেদকঃ শেখ হেদায়েতুল্লাহ, খুলনা

খুলনায় বৃহস্পতিবার সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশের কারণে সুর্যের আলো দেখা যায়নি। দুপুর ১২টার পর থেকে শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি। গত সপ্তাহ জুড়ে খুলনায় অব্যাহত শীতের কারণে চলতি বোরো মৌসুমে বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। শীত এভাবে চলতে থাকলে বোরা আবাদের লক্ষমাত্রা পুরণ না হওয়ার শঙ্কা রয়েছে।
খুলনায় গত ১৯ ডিসেম্বর থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। ১৯ তারিখে এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রী সেলসিয়াস। এরপর তাপমাত্রা কম-বেশী উঠানামা অব্যাহত রয়েছে। ২০ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রী সেলসিয়াস। ২১ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রী সেলসিয়াস। ২২ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রী সেলসিয়াস। ২৩ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। ২৪ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। ২৫ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রী সেলসিয়াস।
এদিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকা, গুড়িগুড়ি বৃষ্টিপাতের কারণে চলতি বোরো মৌসুমে বীজতলায় উৎপাদিত চারা হলুদ বর্ণ ধারণ করছে। শীত অব্যাহত থাকলে বোরো আবাদ হুমকিতে পড়বে বলে মনে করছে কৃষি অধিদপ্তর। তাছাড়া শীতকালিন সবজির ভর মৌসুম চলছে। এ অবস্থায় বৃষ্টি হলে ক্ষতিগ্রস্ত হবে শীতকালিন সবজিও। কৃষি অধিদপ্তর থেকে ক্ষতি মোকাবেলায় চাষীদের বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।
খুলনা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পঙ্কজ কান্তি মজুমদার এ বিষয়ে জানান, বোরো চাষীদের বীজতলা রক্ষায় বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। সেক্ষেত্রে বীজতলার ঠান্ডা পানি সন্ধ্যার দিকে বের করে দেয়া ও সকালে স্যালো থেকে গরম পানি বীজতলায় দিতে হবে। তাছাড়া বীজতলার উপরে পলিথিন দিয়ে ছাউনী দিলে বীজতলার ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। তিনি জানান খুলনায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার হেক্টর ( ১ হেক্টর= ২.৪৭ একর)। এতে বীজতলার প্রয়োজন হবে ৪ হাজার হেক্টর জমি। ইতোমধ্যে ৫০ ভাগ বীজতলায় চারা উৎপাদনের জন্য বীজ বপণ করা হয়েছে।
খুলনা আবহাওয়া পর্যকেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিরুল আযাদ বলেন, গত এক সপ্তাহ ধরে খুলনায় তাপমাত্রা কমছে। বৃহস্পতিবার দুপুর থেকে খুলনা, যশোর, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন অঞ্চলে গুড়ি, গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থেমে গেলে এবং মেঘাচ্ছন্ন আকাশ কেটে গেলে তাপমাত্রা আরও কমবে। এতে শীতের তীব্রতা বাড়বে বলে জানান তিনি।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 0183 11-06 108