প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি
স্বপ্নীল সংগঠনের চেয়ারম্যান ও ব্যাংকার জনাব মনজুরুল আলম টিপুর জন্মদিন ছিল গতকাল ২৬ ডিসেম্বর। ফেনী জেলার কৃতিসন্তান, রাজনীতিবিদ মরহুম আব্দুল আজিজের পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি। তিনিও একজন ছাত্রনেতা ছিলেন ছাত্র বয়সে। বর্তমানে তিনি ব্যাংকার এবং সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেন। স্বপরিবারে ঢাকায় বসবাস তাঁর।
এ বছর জন্মদিন নিয়ে ভিন্ন পরিকল্পনা ছিল মনজুরুল আলম টিপুর। শীতের এই রাতে অসহায় গরীব মানুষগুলোর দূরাবস্থা তাকে ভাবায়। তাই তিনি সিদ্ধান্ত নিলেন এবারের জন্মদিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শীর্তাথ গরীব মানুষদের মাঝে কম্বল বিতরণ করবেন কয়েকটি পয়েন্টে। এভাবেই জন্মদিন পালন করলেন জনাব টিপু।
![]()
এরই ফাঁকে স্বপ্নীলের মহাসচিব ও সঙ্গীত শিল্পী রবিন আহমেদ এবং ছাত্রনেতা মেহদী হাসান ছোট পরিসরে কেক কাটার একটি আয়োজন করেন রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে। সেখানে আরো উপস্থিত ছিলেন স্বপ্নীলের বিভিন্ন শাখায় দায়িত্ব প্রাপ্ত কর্মীবৃন্দ, ফ্রেন্ডস মিডয়া ও এফএম নিউজের কর্ণধার নাট্য পরিচালক শাহিন আহমেদ, সঙ্গীত শিল্পী রহীম ফরাজি, যাদুরাজ বিপ্লব এবং এসআর মাল্টিমিডিয়ার এমডি শাহাব, হৃদয়, শাহাবুদ্দিনসহ আরো অনেকেই। সেখানে উপস্থিত সবার পাশাপাশি কয়েকজন গরীব ও দুস্থ নারী-পুরুষকে নিয়ে জন্মদিনের কেক কাটেন মনজুরুল আলম টিপু। কেকে কাটার পাশা-পাশি উপস্থিত গরীব ও দুস্থ নারী-পুরুষ প্রত্যেককে একটি করে কম্বল উপহার দেন তিনি।
![]()
তারপর তিনি আবারও রাজধানীর কয়েকটি পয়েন্টে কম্বল বিতরনের জন্য বেরি পড়েন।
এভাবেই মানবসেবার মধ্যদিয়ে জন্মদিন পালন করলেন মনজুরুল আলম টিপু। মনজুরুল আলম টিপুকে এফএম নিউজের পক্ষ থেকে জন্মদিনের অশেষ প্রীতি ও শুভেচ্ছা।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108