প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি
বিনোদনধারার এভারের বিশেষ সংখ্যার কাভারপেজ জুড়ে চিত্রনায়িকা সাচিনূর ও আমানের দখলে। এছাড়াও চিত্রনায়িকা সাচীনূর আলোচিত নায়িকা হিসেবে সম্প্রতি ‘বিনোদনধারা পারফরমেন্স এ্যাওয়ার্ড-২০১৯’ পেয়েছেন। গত ২৫ ডিসেম্বর এক জমকালো অসুষ্ঠানের মাধ্যমে তিনি এ পুরুষ্কার হাতে নিলেন।
মাননীয় মন্ত্রীর হাত থেকে ক্রেস্ট নিচ্ছেন সাচীনূর
সার্টিফিকেট নিচ্ছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হোসেন মজুমদারের হাত থেকে সাচীনূর
বিনোদন জগতের বর্তমান সময়ে বেশ ব্যস্ত সময় পার করছেন সাচীনূর। নিজের প্রোডাকশন হাউস ‘এস নূর মাল্টিমিডিয়া’। নাচ, নাটক, মিউজিক ভিডিও নির্মাণ এবং বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানগুলোতেও অংশ নিচ্ছেন তিনি। প্রশংসাও কুড়াচ্ছেন বেশ। একের পর এক তার ঝুলিতে জমা হচ্ছে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা।
তিনি এফএম নিউজকে নিজের সর্ম্পকে বলেন, ছোট বেলা থেকে স্বপ্ন দেখতাম; বড় হয়ে একদিন ভালো কিছু করবো। এ জন্য সেকাল থেকেই সংস্কৃতিমনা ছিলাম। ছোটবেলা থেকেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছি। নাচ এবং অভিনয় করে প্রশংসা পেয়েছি সবার। তবে আমার এই পথ চলায় আমার মায়ের অবদানই সবচেয়ে বেশি।
এরপর এক সময় সুযোগ হয়ে ওঠে চলচ্চিত্রে নায়িকা হওয়ার। শাজাহান ভাইয়ার পরিচালনায় আমার প্রথম ছবির নাম ছিল ‘আমি ডন’। আমার বিপরীতে ছিলেন চিত্রনায়ক অমিত হাসান। এরপর আরো অনেকটি ছবিতে অভিনয় করেছি। মাঝখানে অসুস্থতার কারণে আমি শোবিজ থেকে একটু দূরে ছিলাম। এখন আবারো কাজ শুরু করেছি। সামনে আবারো বড় পর্দায় কাজ করবো। এ জন্য সবার দোয়া কামনা করছি। পাশাপাশি নিজের প্রোডাকশন হাউস ‘এস নূর মাল্টিমিডিয়া’ থেকে নাটক, মিউজিক ভিডিও, শর্টফিল্ম নির্মাণ করছি। আর এ ক্ষেত্রে আমি নতুনদের প্রাধান্য দিচ্ছি। কারণ আমার ভিতরে একটা জিনিস সব সময়ই কাজ করে নতুনদের সুযোগ না দিলে তারা প্রতিভা দেখাবে কি করে? সে জন্য আমি নতুনদের নিয়ে কাজ করতে পছন্দ করি। আর ভালো কাজের জন্য যখন কোন সম্মাননা পাই তখন খুবই ভালো লাগে। এটা আসলে অনেক পাওয়া।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108