জাতীয় সচেতন ফাউন্ডেশন-জাসফা এর প্রধান উপদেষ্টা হলেন সময়ের সংগঠক ব্যাংকার ও উন্নয়ন সমাজকর্মী জাতীয় সংগঠন স্বপ্নীল এর সম্মানিত চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপু। গত ছাব্বিশ ডিসেম্বর আ ফ ম মহাবুব হক মিলনায়তনে মঞ্জুরুল আলম টিপুর জন্মদিনের অনুষ্ঠানে, জাসফা প্রধান সমন্বয়ক মানবাধিকারকর্মী মনিরুল ইসলাম মনির সর্বসম্মতিক্রমে এই ঘোষণা করেন।জাসফা একটি সচেতনামূলক জাতীয় সংগঠন, নিজে সচেতন হওয়া, অন্যকে সচেতন করা এবং জাতীয় ও সামাজিক আইন নিয়ম কানুন ব্যাপারে মানুষকে সচেতন করতে বিভিন্ন সভা, সেমিনার, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করে থাকে।জনাব মনজুরুল আলম টিপু স্বপ্নীল চেয়ারম্যান এর দায়িত্বের পাশাপাশি আরও বিভিন্ন সামাজিক ও শিশু সংগঠনের সাথে জড়িত। তিনি ঢাকাস্থ ফেনী বাসী সংগঠনের সমন্বয়ক ও সংগঠক, ইকবাল মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজের সাবেক ভিপি, জাগো বাংলা শিশু-কিশোর ফেডারেশন এর প্রধান পৃষ্ঠপোষক, ঢাকাস্থ দাগনভূঞা যুব ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, শাপলা কুড়ির আসরের সভাপতি দাগনভূঞা ব্লাড ডোনেশন সোসাইটির প্রধান উদ্যোক্তা, প্রত্যাশা সাহিত্য সংসদের প্রধান পৃষ্টপোষক, এস আর মাল্টিমিডিয়া প্রধান উপদেষ্টা, ঢাকার বার্তা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা সম্পাদক, আরিয়ান ডটকমের উপদেষ্টা, বিপ্লব ম্যাজিক একাডেমির উপদেষ্টা।জনাব টিপু বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সভা-সেমিনার এই অংশগ্রহণ করেন। তিনি টেলিভিশনের সংবাদ বিশ্লেষণ ও বিভিন্ন টকশোতে অংশগ্রহণ করেন। এছাড়া ও তিনি ফেনী সমিতি ঢাকা, বৃহত্তর নোয়াখালী সমিতি ঢাকা, বৃহত্তর নোয়াখালী যুব সমিতি, ফেনী যুব সমিতি দাগনভূঞা, সমিতি দাগনভূঞা ফাউন্ডেশন এর আজীবন সদস্য।আগামী অমর একুশে বইমেলা মঞ্জুরুল আলম টিপু দুটি গবেষণাধর্মী বই প্রকাশ হবে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108