ডিরেক্টর’স এসোসিয়েশন-অড্যাব-এর সভাপতি তানভীর হাসান, সম্পাদক রাসেল মিয়া

0
781

প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি

অনলাইন ডিরেক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ-অড্যাব এর প্রথম দ্বিবাষিক নির্বাচন অনুষ্ঠিত হয় গত কিছু দিন আগে রাজধানীর মগবাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে। অতঃপর গত ২৭ ডিসেম্বর সংগঠনের অধিকাংশ সদস্যদের উপস্থিতিতে এ সংগঠনটির আগামী দুই বছরের একটি নির্বাচিত কার্যনিবার্হী কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটির পদ সংখ্যা ২১টি তন্মধ্যে ১৫টি পদ আপাতত ঘোষণা করা হয়।

অড্যাবের কার্যনিবার্হী কমিটির তালিকাঃ

১. সভাপতি- তানভীর হাসানঃ (বামে)

সিনে মিডিয়ার কর্ণধার এবং চলচ্চিত্র ও নাট্য পরিচালক

২. সহ-সভাপতি- অঞ্জন আইচঃ

গুণি চলচ্চিত্র ও নাট্য পরিচালক

৩. সহ-সভাপতি- নূর মোহাম্মদঃ

স্বপ্নীল মিডিয়া ভিশনের কর্ণধার ও নাট্য পরিচালক

৪. সাধারণ সম্পাদক- রাসেল মিয়া হৃদয়ঃ (ডানে)

বঙ্গটিভির ব্যবস্থাপনা পরিচালক ও নাট্য পরিচালক

৫. যুগ্ম-সাধারণ সম্পাদক- এস আর হৃদয়ঃ

দর্পণ টিভির ব্যবস্থাপনা পরিচালক, প্রযোজক ও নাট্য পরিচালক

৬. যুগ্ম-সাধারণ সম্পাদক- মিজানুর রহমান লিটনঃ

নাট্য পরিচালক

৭. সাংগঠনিক সম্পাদক- শফিউল বারী রাসেলঃ

সাংবাদিক, ভয়েস এন্ড ভিশন মিডিয়া লি: এর ব্যবস্থাপনা পরিচালক ও নাট্য পরিচালক

৮. দপ্তর সম্পাদক- ম. ফারুক আহম্মেদঃ

বঙ্গটিভির হেড অব প্রোগ্রাম, অভিনেতা ও নাট্য পরিচালক

৯. অর্থ সম্পাদক- আল আমিন নিবিড়ঃ

প্রযোজক ও নাট্য পরিচালক

১০. প্রচার ও প্রকাশনা সম্পাদক- শাহিন আহমেদঃ

ফ্রেন্ডস মিডয়া ও এফএম নিউজের কর্ণধার এবং নাট্য পরিচালক

১১. আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক- আহমেদ সাব্বির রোমিওঃ

সাংবাদিক, অভিনেতা ও নাট্য পরিচালক

১২. আন্তর্জাতিক ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক- দেবাশীষ দেবুঃ

নাট্য পরিচালক

১৩. সমাজ ও পরিবেশ বিষয়ক সম্পাদক- সোলায়মান মামুনঃ

অভিনেতা ও নাট্য পরিচালক

১৪. সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- রাসেল আহমেদ রোকনঃ

 

 

এমআর আইটি সলিউশন লি: এর চেয়ারম্যান ও নাট্য পরিচালক

১৫. মহিলা সম্পাদিকা- সাচীনূর সাচীঃ

এস নূর মাল্টিমিডিয়ার কর্ণধার, প্রযোজক, নাট্য পরিচালক ও চিত্রনায়িকা

 

উক্ত কমিটি আগামী ২০২০-২০২২ সাল পর্যন্ত সংগঠন ও পরিচালকদের কল্যাণে কাজ করবে। মিডিয়া সংশ্লিষ্ট সবাই মনে করেন এধরনের একটি প্ল্যাটর্ফম খুবই দরকার ছিল। অড্যাবের এই উদ্যোগ সময়োচিত এবং যর্থাথ বলে মন্তব্য করেন অনেক মিডিয়া ব্যক্তিত্বরা।

উল্লেখ্য, প্রায় একবছর যাবৎ এমন একটি সংগঠন তৈরি করবেন ভাবতে ভাবতে আজকের এই অড্যাবের জন্ম। এর মূল পরিকল্পনাকারী ও প্রতিষ্ঠাতা তানভীর হাসান।

এই সংগঠনের প্রতি তরুণ নির্মাতাদের অনেক আশা ভরসা। এখন দেখার পালা নব নির্বাচিত কমিটি সংগঠন প্রতিষ্ঠার উদ্দেশ্যকে কতটুকু বাস্তবায়ন করতে পারেন।

বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে কমিটি ঘোষণার পর থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে। নব নির্বাচিত কমিটির সবাইকে এফএম নিউজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108