প্রতিবেদকঃ শেখ হেদায়েতুল্লাহ, খুলনা প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা অস্বাভাবিকভাবে বর্ধিত বেতন-ফি প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসুচি পালন করেছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্ত¡রে সমবেত হয়। পরে দুপুর ১২ টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসুচি পালন করে। দুপুর ১ টায় প্রেস ব্রিফিং করে। তাদের দাবি বাস্তবায়ন হওয়া পর্যন্ত ওই কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো, আবাসন সস্কটের দুরীকরণ, বেতন ফিসের অস্বাভাবিক বৃদ্ধি ও বেতন কমানো, দ্বিতীয় পরীক্ষণের ব্যবস্থা ওকোডিং পদ্ধতির ব্যবস্থাকরণ, মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থি অধ্যাদেশের সংস্কার তথা সাংস্কৃতিক অবরুদ্ধতা থেকে মুক্তি ও মুক্তচিন্তা বিকাশে অধ্যাদেশের ব্যবস্থাকরণ এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত যেসব দুর্নীতির তথ্য পাওয়া গেছে তার প্রতিকার করা।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘একজন সাধারণ সচেতন শিক্ষার্থী হিসেবে নিজের অধিকার অর্জন এবং কর্তব্য রক্ষায় সর্বদা সেচ্চার থাকাই জ্ঞান ও মুক্তবুদ্ধির পরিচায়ক। এটিই মুক্তিযুদ্ধের চেতনা। সেই চেতনার জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা মৌলিক অধিকার এবং শিক্ষাব্যবস্থার অন্যান্য বিষয়ে অনেক ঘাটতি, অনিয়ম ও অব্যবস্থাপনা দেখতে পায়। প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা রেখে এসকল বিষয়ের উদ্বিগ্নতা জানিয়েছে।এটি নিরসনের অনুরোধ করে গত ১৫ নভেম্বর শিক্ষার্থীরা ছাত্রবিষয়ক পরিচালকের মাধ্যম উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। সেদিন ছাত্রবিষয়ক পরিচালক ৭ দিন সময় নেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের দাবিগুলো না মেনে নেওয়া পর্যন্ত বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসুচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।##এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108