প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন,
চট্রগ্রাম
ফেইসবুক থেকে নেওয়া শুভেচ্ছা বার্তায় নতুন বছর। সংগ্রহ করেছেন আছিফ রহমান শাহীন। মানুষ মাত্রই ফিনিক্স পাখির আবছা সংস্করণ। ধ্বংসস্তূপের মধ্যে থেকেও ফের বেঁচে ওঠার আর্তি। তাইতো খারাপ ভাল সাদা কালো সবেতেই এই শ্রেষ্ঠ জীব নিজের প্রতিক্রিয়া জানায়। স্মৃতিতে বাঁধিয়ে রাখে অনন্ত ভাললাগা সঙ্গে তীব্র বেদনাও। আর নতুন বছরে পুরনো সব কিছুকে বাদ দিতেই হবে কেন? সঙ্গে নিয়েও তো চলা যায়। সে কথা একবার মনে করিয়ে দিন না আপনার প্রিয় মানুষদের। নতুন বছর কাটুক সবাইকে নিয়ে, সুস্থ ভাবে। আর ক্যালেন্ডারের পাতার সঙ্গে সঙ্গে দিনগুলোও যেন পালটায়। আমরা যেন হাঁটতে পারি অন্ধকার থেকে আলোর দিকে। নতুন আশা, নতুন তাগিদ, নতুন পরিকল্পনা এবং নতুন অনুভূতির সাথে জানাই নতুন বছরের শুভেচ্ছা। ২০২০ আপনাদের জীবনে নিয়ে আসুক অনেক সাফল্য। শুভ ইংরেজি নববর্ষ ২০২০। নিয়াজ মোর্শেদ এলিট সাবেক সদস্য আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108