পাটকল শ্রমিকদের অনশন অব্যাহত; পরিবার নিয়ে অবস্থান, বিএনপির মানববন্ধন

0
383

প্রতিবেদকঃ শেখ হেদায়েতুল্লাহ, খুলনা প্রতিনিধি

পাটকল শ্রমিকদের ১১ দফা দাবি আদায়ে আমরণ অনশন কর্মসূচীর পঞ্চমদিনে শ্রমিক পরিবারের সদস্যরা অংশ নিয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে তারা অনশনস্থলে অবস্থান নেয়। পরে বেলা ১১ টার দিকে খালিশপুর নতুন রাস্তা মোড়ে বিক্ষোভ করে। এ সময়ে খুলনা- যশোর মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়েছে। এদিকে প্রচন্ড শীত ও কুয়াশার কারণে অনশনরত শ্রমিকদের অসুস্থতা বেড়েই চলেছে। গত ৫ দিনে অর্ধসহস্রাধিক শ্রমিক শীতজনিত অসুস্থ্যতাসহ নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গুরুতর অসুস্থ্য হয়ে এযাবত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন শ্রমিক। মজুরী কমিশন বাস্তবায়ন, বেসরকারীকরণ রন্ধসহ ১১ দফা দাবিতে রাষ্টায়াত্ব পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদ দ্বিতীয় দফায় রোববার থেকে অনশন কর্মসূচী শুরু করেছে।
বৃহস্পতিবার বেলা ১১টার আটরা শিল্প এলাকার ইস্টার্ন জুট মিল গেটে অনশনরত শ্রমিকরা জানান, একই রাষ্ট্রে বসবাস করে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এক রকম মজুরী পাচ্ছেন। ২০১৫ সালে সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা করলেও আমরা পূর্বের ন্যায় মজুরী পাচ্ছি। আমাদের সাথে বিমাতাসুলভ আচরন করা হচ্ছে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। কিন্তু কতিপয় ব্যক্তি ও গোষ্ঠীর কারণে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। দাবি আদায়ের ক্ষেত্রে বার বার সময় নিয়ে আন্দোলন ধামাচাপা দেয়া হচ্ছে। আমরা আর কোন আশা বা প্রতিশ্র“তি শুনতে চাই না। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না। এতদিন শ্রমিকরা রাস্তায় আমরণ অনশনে অংশ নিয়েছিলাম। এবার শিশু সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে অনশন শুরু করেছি।
পাটকল শ্রমিকদের মজুরী কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) বাতিল, অবসপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পিএফ গ্র্যাচ্যুইটির টাকা প্রদান, শ্রমিকদের সাপ্তাহিক মজুরী নিয়মিত পরিশোধ, পাট মওসুমে পাট কেনার অর্থ বরাদ্দসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচী পালন করছেন শ্রমিকরা।
খালিশপুর বিআইডিসি সড়কে তাবু টানিয়ে এ অনশন কর্মসূচী পালন করছেন। বিআইডিসি সড়কে প্লাটিনাম, ক্রিসেন্ট, খালিশপুর, দৌলতপুর ও দিঘলিয়ার স্টার জুটমিলের শ্রমিকরা অবস্থান নিয়েছেন। এছাড়া আটরার ইস্টার্ন জুটমিলের সামনে ইস্টার্ন জুট মিল ও আলিম জুটমিলের শ্রমিকরা অংশ নিয়েছেন।
এদিকে বেলা ১১ টার দিকে খালিশপুর শিল্পাঞ্চলের বিআইডিসি সড়কে আমরণ অনশন কর্মসূচীতে অংশ নেয়া শ্রমিকরা তাদের শিশু সন্তান ও পরিবার পরিজনদের সাথে নিয়ে বিভিন্ন শ্লোগান সংবলিত প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিল সহকারে নতুন রাস্তা মোড়ে অবস্থান নেয়। এ সময়ে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। শ্রমিকরা পুনরায় অনশনস্থলে ফিরে যায়।
আটরা শিল্প এলাকায় অনশনরত শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন, ইউসফ গাজী, আলমগীর হোসেন, হাফিজুর রহমান, হক মহালদার, আলতাফ হোসেন, মনির হোসেন, মোফাজ্জেল হক, বাবুল রেজা, আফসার উদ্দীন, আনোয়ার হোসেন প্রমুখ। শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন ওর্য়ার্কাস পার্টির ফুলতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনসার আলী মোল­া।
রাষ্টায়াত্ব আলিম জুট মিলের সিবিএ সভাপতি মো: সাইফুল ইসলাম লিটু বলেন, শ্রমিকরা দিনের পর দিন না খেয়ে থাকায় অসুস্থ্য হয়ে পড়ছেন। তাদেরকে স্যালাইন দিয়ে সুস্থ্য রাখার চেষ্টা করা হচ্ছে। এই মিলে সহস্যাধিক স্থায়ী শ্রমিক ও ৫শয়ের মত বদলী শ্রমিক কাজ করে। তিনি জানান, বর্তমানে ৬ সপ্তাহের মজুরী বকেয়া রয়েছে। কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে ২ মাস।
ইস্টার্ন জুট মিলের গেটে অনশনরত শ্রমিকদের চিকিৎসায় নিয়োজিত ইস্টার্ন জুটমিলের মেডিকেল সেন্টারের মেডিকেল এ্যাসিস্ট্যান্ট মো: আবুল কালাম জানান, গত ৫দিন দুই জুট মিলের প্রায় ৩ শত শ্রমিককে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে সোমবার ৬০ জন, মঙ্গলবার ৯০ জন, বুধবার ১২০ জন ও বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত ২৯জনকে চিকিৎসা দিয়েছেন।


প্লাটিনাম জুবিলী জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন বলেন, বৃহস্পতিবার বিকেলে পাট মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়ের সাথে বৈঠক রয়েছে। ওই বৈঠকে দাবির বিষয়ে সিদ্ধান্ত হবে বলে আশা করছি। বৈঠকে যোগ দিতে তিনি ঢাকায় রয়েছেন বলে জানান।
শিল্পাঞ্চল পুলিশ খুলনার পুলিশ সুপার কাউসার শিকদার জানান, পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচী পালনকালে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। বৃহস্পতিবার সকালে তাদের পরিবারের সদস্যরা নতুন রাস্তা মোড়ে অবস্থান নেয়। এ সময়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিএনপির মানববন্ধন
মজুরী কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত¡ পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে খুলনায় বিএনপি মানববন্ধন কর্মসূচী পালন করেছে । বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের মহানগর ও জেলা শাখার যৌথ আয়োজিত এ কর্মসূচী পালিত হয়।
কর্মসূচীতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বক্তব্য রাখেন জেলা সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা, মনিরুজ্জামান মনি, আমীর এজাজ খান, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, মেজবাউল আলম, সাইফুর রহমান মিন্টু, বিপ্লবুর রহমান কুদ্দুস, আব্দুর রহিম বক্স দুদু, আবুল কালাম জিয়া, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অনশনরত অবস্থায় ইতিমধ্যে তিনজন শ্রমিক মারা গেছেন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অনেকেই। তীব্র শৈত্য প্রবাহে আন্দোলনরতদের অবস্থা অত্যন্ত শোচনীয়। নতুন বছরের শুরুতে সন্তানদের স্কুলে ভর্তি দূরে থাক, তিনবেলা খাবার জুটছে না শ্রমিক পরিবারে। বিএনপি আন্দোলণরত শ্রমিকদের পাশে সব সময় রয়েছে। মন্ত্রণালয়ে বৈঠকে বিষয়টির সুরাহা না হলে বিএনপি কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।
এর আগে বাংলাদেশের ওর্য়ার্কাস পার্টি ও সিপিবি পাটকল শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে সভা, সমাবেশ করেছে।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108