আবারো সংকটাপন্ন অবস্থায় অভিনেতা এটিএম শামসুজ্জামান

0
375

প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি

জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান আবারো অসুস্থ হয়ে পড়েছেন। তার শরীরে দেখা দিয়েছে নানা ধরনের সমস্যা। কথা বলতে পারছেন না, খাবার খেতে পারছেন না। শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি করা হয়। এটিএম শামসুজ্জামান এর স্ত্রী রুনা জামান এফএম নিউজকে বলেন, হঠাৎ করে এটিএম শামসুজ্জামান এর শরীর দুর্বল হয়ে পড়ে। চলাফেরা করতে পারছেন না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। গতকাল রাতভর এমন অবস্থা ছিল। আজ দুপুরে তাকে মুজিব মেডিকেল বিদ্যালয় নিয়ে হয়। সেখানকার মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক আতিকুর রহমান এর পরামর্শ অনুযায়ী এটিএম শামসুজ্জামানকে নিউরো মেডিসিন বিভাগের অধীনে ভর্তি করা হয়। অধ্যাপক আতিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে এফএম নিউজকে বলেন, এর আগে দুবার উনি আমার অধীনে ভর্তি ছিলেন, এবার ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছেন। তার শরীরের এক পাশ অবশ। একটি চোখের এক পাশে ভাইরাল অ্যাটাক হয়েছে। শারীরিক অবস্থা খুব দুর্বল। সবকিছু বিবেচনা করে উনাকে আমরা নিউরো মেডিসিন বিভাগের অধীনে ভর্তির পরামর্শ দিয়েছি। বর্তমানে এটিএম শামসুজ্জামান নিউরো মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রফিকুল ইসলামের অধীনে ভর্তি আছেন। এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহাম্মেদ বলেন, যতদূর দেখছি এবং বুঝেছি বাবার মূল সমস্যার চিকিৎসা এখনো শুরু হয়নি। কেননা, আমার দুইটার পর এখানকার সব বড় ডাক্তার চলে যান। এর আগে গত ২৫ নভেম্বর আন্ত্রিক প্রতিবন্ধকতা দেখা দিলে এটিএম শামসুজ্জামানকে জরুরি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। অবস্থা একটু ভালো হলে তাঁকে বাসায় নেওয়া হয়।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননা লাভ করেন।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108