এবার ধর্ষণ মামলায় আসামি হলেন মিরপুর থানার এসআই

0
383

প্রতিবেদক: শামিমা আফরোজ

রাজধানীর মিরপুর মডেল থানার এসআই আব্দুর রাকিব খান বাপ্পি কারাগারে। গত ৩জানুয়ারি বিকালে ঢাকা মহানগর হাকিম সাব্বির আহসান চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ এবং ভিডিও ধারণের অভিযোগ তার উপর। বৃহস্পতিবার রাতে ওই এসআইকে গ্রেফতার করা হয়। গত ৩জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলানগর থানার এসআই রেজাউল করিম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় জামিন শুনানির জন্য দিন ধার্য আবেদন করা হয়। যার দিন ধার্য হয়েছে ৭ই জানুয়ারি। অন্যদিকে ২৬জানুয়ারি মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ওই তরুণী রাজধানীর শেরেবাংলা নগর থানায় থানায় মামলা করেন সেখানে তিনি অভিযোগ করেন,বাপি আগারগাঁও তাকে একটি বাসা ডেকে নিয়ে যান। সেখানে দৌড়ে কিছু ভিডিও দেখিয়ে তাকে ভয় দেখানো হয় এবং তাকে ধর্ষণ করা হয়।

তরুণীর সাথে বাপ্পির প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। কিন্তু, সম্প্রতি বিয়ে না করার জন্য এমন তালবাহানা এই ধরনের কাজ করছেন জানা গেছে।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108