কর্মমুখর শিল্পাঞ্চল; নতুন উৎসাহে পাটকল শ্রমিকরা কাজে

0
363

প্রতিবেদকঃ শেখ হেদায়েতুল্লাহ, খুলনা প্রতিনিধি

নতুন আশা , নতুন উদ্দীপনায় রাষ্টায়াত্ব পাটকল শ্রমিকরা শনিবার সকালের পালা (ডিউটি) থেকে কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার (২জানুয়ারি) রাতে বস্ত্র ও পাটমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, বিজেএমসির সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক শেষে ১৫দিনের মধ্যে পাটকল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার আশ্বাস দেয়া হয়। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী শ্রমিকদের এ আশ্বাস দিলে আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
গত ২৯ ডিসেম্বর (২০১৯সাল) থেকে টানা পাঁচ দিন আমরণ অনশন কর্মসূচির পর শনিবার (৪জানুয়ারি) ভোর ৬টা থেকেই কাজে যোগ দিতে শুরু করেন তারা। শ্রমিকরা কাজে যোগ দেয়ায় খালিশপুর ও আটরা শিল্পাঞ্চলে শ্রমিকদের পদচারণায় প্রাণচাঞ্চল্য ফিরেছে।
খুলনা যশোর মিলে খুলনা জোনে রাষ্টায়াত্ব পাটকল নয়টি। মিলগুলো হচ্ছে, খালিশপুরের ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, প্লাটিনাম জুবিলী জুট মিল, দিঘলিয়ার স্টার জুট মিল, আটরার আলিম জুট মিল ও ইস্টার্ন জুট মিল। এছাড়া যশোর জেলার অভয়নগরে জেজেআই ( যশোর জুট ইন্ডাস্ট্রি) ও কার্পেটিং জুট মিল। এ দুটি জুটমিলের শ্রমিকরা আন্দোলনে যোগ দেয়নি।সবকয়টি মিল চালু হওয়ায় স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে শিল্পাঞ্চলে।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম-েআহবায়ক ও ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক নেতা মো. মুরাদ হোসেন বলেন, পাটমন্ত্রী, শ্রমমন্ত্রী আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে নতুন মজুরি কমিশনের স্লিপদেওয়া হবে মর্মে আমরা আন্দোলন প্রত্যাহার করেছি। শনিবার ভোর ৬টা থেকে শ্রমিকরা কাজে যোগদান করেছেন।
আলিম জুট মিলের সিবিএ সভাপতি সাইফুল ইসলাম লিটু বলেন, শনিবার সকালের পালা থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। মিলের চাকা সচল হয়েছে। আগামী ১৫জানুয়ারির মধ্যে নতুন মজুরী কমিশন অনুযায়ী শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে।
ক্রিসেন্ট জুট মিলের প্রকল্প প্রধান মো: নজরুল ইসলাম খান বলেন, ৫দিন মিলের উৎপাদন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে মিলে উৎপাদন শুরু হয়েছে। মিলে বর্তমানে যে পরিমাণ পাট মজুদ রয়েছে তাতে বর্তমান উৎপাদন অনুযায়ী মাস দুয়েক পণ্য উৎপাদন সম্ভব হবে। পাট কেনার জন্য অর্থ বরাদ্দ পেলে পাট ক্রয় করা সম্ভব। তিনি বলেন, মিলে বর্তমানে ৫০কোটি টাকার পাট পণ্য রয়েছে। পাট ব্যবসায়ীদের নিকট মিলের দেনা ৪৪কোটি টাকা।
বিজেএমসি (বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন) খুলনার আঞ্চলিক লিয়াঁজো অফিসার মো: বনিজ উদ্দীন মিয়া জানান, শ্রমিকদের দাবি সরকার মেনে নিয়ে নতুন মজুরী কমিশন অনুযায়ী মজুরী দেয়ার ঘোষণা দিয়েছে। শনিবার সকাল থেকে খুলনার সকল মিলে উৎপাদন শুরু হয়েছে। তবে মিলগুলোতে পর্যাপ্ত পাট নেই। পাট কেনার জন্য অর্থ বরাদ্দ না হলে মিলগুলো পাট কিনতে পারবে না।
প্রসঙ্গত: পাটকল শ্রমিকরা ২০১৫সালের ১জুলাই থেকে কার্যকর হওয়া মজুরী কমিশন বাস্তবায়নের জন্য আন্দোলন করে। গত সাড়ে ৪বছরে নানা কর্মসূচী পালন করে তারা। সর্বশেষ গত ডিসেম্বর থেকে তারা কঠোর কর্মসূচী পালন শুরু করে। শ্রমিকদের দাবি নিয়ে ১৫, ২২ ও ২৬ডিসেম্বর তিন দফা বৈঠক হয়। সর্বশেষ ২৬ডিসেম্বরের বৈঠকে মজুরী কমিশন বাস্তবায়নের বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় ওই দিন (২৯ডিসেম্বর) দুপুর থেকে আবারও ১১ দফা দাবিতে আমরণ অনশন করার ঘোষণা দেন শ্রমিক নেতারা। সেই অনুযায়ী শ্রমিকরা অনশন কর্মসূচী পালন করেন।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108