প্রতিবেদকঃ শেখ হেদায়েতুল্লাহ, খুলনা প্রতিনিধি
খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি) খালিশপুর থানা এলাকায় অপ্সাত ব্যক্তির লাঠির আঘাতে কালী রাণী সেন (৭০) নামে বৃদ্ধার খুন হয়েছেন। শনিবার সকালে খালিশপুর নেভীগেট বৃদ্ধার বাসায় এ খুনের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত কালী রানী ওই এলাকার মৃত সনতন সেনের স্ত্রী।
পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে ওই বৃদ্ধার বাড়িতে স্যানিটারী মিস্ত্রী পরিচয়ে দরজা খুলতে বলে। তিনি (কালী রাণী) দরজা খুলে দিলে তাকে ভারী কোন বস্তু দিয়ে আঘাত করলে তিনি নিহত হন। বৃদ্ধার পুত্রবধূ স্কুল শিক্ষিকা ও পুত্র ঢাকায় চাকরী করেন বলে জানায় পুলিশ। তবে কি কারণে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি।
খালিশপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: সাবিরুল ইসলাম সেলফোনে জানান, দুর্বৃত্তরা স্যানটারী মিস্ত্রী পরিচয়ে কালী রাণীর বাড়িতে যায়। তারা দরজা খুলতে বললে দরজা খোলার সাথেই ভারী লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108