নেশার কবলে যুব সমাজ আজ ধ্বংসের পথে

0
622

প্রতিবেদক: বিপা চৌধুরী

আজকের যুব সমাজ আমাদের এই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। এরাই পারে বাংলাদেশ টাকে এগিয়ে নিয়ে যেতে। এ দেশের উন্নয়নে অবদান রাখতে। জাতির আশা-ভরসা এই যুবসমাজ। কিন্তু সেই যুব সমাজ আজ তলিয়ে যাচ্ছে অন্ধকারে। নেশার মত ভয়ঙ্কর ছোবলে আজ এই যুবসমাজ ধ্বংসের পথে। রাজধানীর প্রায় বড় বড় রেস্টুরেন্ট গুলোতে অবাধে বিক্রি হচ্ছে শিষা, বোটকা, সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। আধুনিকতার নামে যুবসমাজ ও দিনদিন এসব নেশাই গা ভাসিয়ে দিচ্ছে । প্রশাসন নিরব ভূমিকা পালন করে যাচ্ছে। এখনো অবাধে বিভিন্ন উপায় মাদকদ্রব্য আনা-নেওয়ার বিজনেস চলছে। যেই যুবসমাজ এই দেশ ও জাতির ভবিষ্যৎ সেই যুবসমাজ আজ নেশার অন্ধকারে ঢুবতে বসেছে। তাহলে কি হবে এ দেশ ও জাতির ভবিষ্যৎ। নেশার কবলে পড়ে অকালে হাজারো তরুণ-তরুণীকে পরিবার ছেড়ে কিভাবে দিন কাটাতে হচ্ছে।

রাজধানীর যেসব বড়োবড়ো রেস্টুরেন্ট গুলোতে চলছে এসব মাদকদ্রব্য বিক্রির ব্যবসা, সেগুলোর মধ্যে বনানী ১১নাম্বারে গীটারস লিংক, ফিউশন হানট অন্যতম। বিকেল থেকে এই রেস্টুরেন্ট গুলোতে শুরু হয় তরুণ-তরুণীদের সিসা ও ড্রিংসের আসর যা চলে অনেক রাত অব্দি । এছাড়াও গুলশান, ধানমন্ডি এলাকায় চলে এসব মাদকদ্রব্যের আসর।

তাছাড়া, মিরপুর, ফার্মগেট, গুলিস্থান, নিউ মার্কেট এসব এলাকায় খুচরা দোকানে মাদকদ্রব্যের অভাদে বিক্রি চলে। সরকার যদি কড়া দৃষ্টি দেয় এবং কড়া আইন প্রণয়ন করে তবে বন্ধ হবে এসব মাদকদ্রব্যের ব্যবসা। বেঁচে যাবে দেশ ও জাতির ভবিষ্যত এই তরুণ প্রজন্ম। আজকের যুব সমাজকে বাঁচাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বন্ধ হোক এসব মাদকদ্রব্যের রমরমা ব্যবসা।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108