প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ নতুন কমিটির শপথ পাঠের মাধ্যমে যাত্রা শুরু করল অনলাইন ডিরেক্টরস’ এসোসিয়েশন অব বাংলাদেশ-অড্যাব। রবিবার বেলা পাঁচটায় অভিষেক অনুষ্ঠান শুরু হয় রাজধানীর মগবাজারে জলপাই রেস্টুরেন্টে। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেতা ও নাট্য পরিচালক ম. ফারুক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চলচ্চিত্র পরিচালক তানভীর হাসান। এবং শপথ বাক্য পাঠ করান বিশিষ্ট নাট্যকার, গুনি অভিনেতা ও পরিচালক খায়রুল আলম সবুজ। কমিটির সবাই শপথ পাঠ করেন এবং সংগঠনের নিয়মনীতি মেনে চলার অঙ্গীকার করেন। তবে দেশের বাহিরে অবস্থান করার কারণে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না নব নির্বাচিত সহ-সভাপতি, নাট্যকার অঞ্জন আইচ। এবং দেবাশীষ দেবু ব্যক্তিগত সমস্যার কারণে।
অনুষ্ঠানে সাধরণ সদস্য এবং সাংবাদিক ছাড়াও সাধারণ শুভাকাঙ্খী অনেকেই উপস্থিত ছিলেন। শপথ বাক্য পাঠ শেষে সবাইকে একে একে ফুলেল শুভেচ্ছা জানান মডেল রিয়া ও মনি। সেই সাথে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। রাত আটটার দিকে শপথ অনুষ্ঠান শেষে সবাই বক্তব্য রাখেন। তার আগেই অড্যাবের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ পাঠ করে শোনান প্রতিষ্ঠাতা ও সভাপতি তানভীর হাসান। তারপর আমন্ত্রিত অতিথি জনাব, খায়রুল আলম সবুজ প্রথমে বক্তৃতা করেন। এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য শুনে আশান্বিত হয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, বিজ্ঞ সাংবাদিক, জনাব, রফিকুল ইসলাম আজাদ বলেন, এটি একটি যুগোপোযুগি উদ্যোগ আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতা থাকবে। এছাড়াও অনুষ্ঠানে দর্পন টেলিভিশনের চেয়ারম্যান শেখ সাইদুর রহমান ও এম বি টিভির এমডি আমিনুর রহমান শান্ত, ডিরেক্টর গিল্টস এর নির্বাহী সদস্য ফেরারি অমিত এবং অভিনেতা তমাল মাহবুব বক্তৃতা করেন। তারপর কমিটির নব-র্নিবাচিত সবাই তাদের অনুভুতি প্রকাশ করেন। সবশেষে নব নবর্নিবাচিত সাধারণ সম্পাদক রাসেল মিয়া হৃদয় তারপর প্রতিষ্ঠাতা ও সভাপতি তানভীর হাসান অনুভুতি ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির তালিকা
সব শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।
অড্যাবের কার্যর্নিবাহী কমিটির তালিকাঃ
১. প্রতিষ্ঠাতা ও সভাপতি- তানভীর হাসানঃ (বামে)
সিনে মিডিয়ার কর্ণধার এবং চলচ্চিত্র ও নাট্য পরিচালক
২. সহ-সভাপতি- অঞ্জন আইচঃ
গুণি চলচ্চিত্র ও নাট্য পরিচালক
৩. সহ-সভাপতি- নূর মোহাম্মদঃ
স্বপ্নীল মিডিয়া ভিশনের কর্ণধার ও নাট্য পরিচালক
৪. সাধারণ সম্পাদক- রাসেল মিয়া হৃদয়ঃ (ডানে)
বঙ্গটিভির ব্যবস্থাপনা পরিচালক ও নাট্য পরিচালক
৫. যুগ্ম-সাধারণ সম্পাদক- এস আর হৃদয়ঃ
দর্পণ টিভির ব্যবস্থাপনা পরিচালক, প্রযোজক ও নাট্য পরিচালক
৬. যুগ্ম-সাধারণ সম্পাদক- মিজানুর রহমান লিটনঃ
নাট্য পরিচালক
৭. সাংগঠনিক সম্পাদক- শফিউল বারী রাসেলঃ
সাংবাদিক, ভয়েস এন্ড ভিশন মিডিয়া লি: এর ব্যবস্থাপনা পরিচালক ও নাট্য পরিচালক
৮. দপ্তর সম্পাদক- ম. ফারুক আহম্মেদঃ
বঙ্গটিভির হেড অব প্রোগ্রাম, অভিনেতা ও নাট্য পরিচালক
৯. অর্থ সম্পাদক- আল আমিন নিবিড়ঃ
প্রযোজক ও নাট্য পরিচালক
১০. প্রচার ও প্রকাশনা সম্পাদক- শাহিন আহমেদঃ
ফ্রেন্ডস মিডয়া ও এফএম নিউজের কর্ণধার এবং নাট্য পরিচালক
১১. আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক- আহমেদ সাব্বির রোমিওঃ
সাংবাদিক, অভিনেতা ও নাট্য পরিচালক
১২. আন্তর্জাতিক ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক- দেবাশীষ দেবুঃ
নাট্য পরিচালক
১৩. সমাজ ও পরিবেশ বিষয়ক সম্পাদক- সোলায়মান মামুনঃ
অভিনেতা ও নাট্য পরিচালক
১৪. সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- রাসেল আহমেদ রোকনঃ
(ছবি)
এমআর আইটি সলিউশন লি: এর চেয়ারম্যান ও নাট্য পরিচালক
১৫. মহিলা সম্পাদিকা- সাচীনূর সাচীঃ
এস নূর মাল্টিমিডিয়ার কর্ণধার, প্রযোজক, নাট্য পরিচালক ও চিত্রনায়িকা
১৬. কার্যনির্বাহী সদস্য- মুহাম্মদ মারুফ বিল্লাহ
পরিচালক ও এম বি মাল্টিমিডিয়া এর কর্নধার
উক্ত কমিটি আগামী ২০২০-২০২১ সাল পর্যন্ত সংগঠন ও পরিচালকদের কল্যাণে কাজ করবে। মিডিয়া সংশ্লিষ্ট সবাই মনে করেন এধরনের একটি প্ল্যাটর্ফম খুবই দরকার ছিল। অড্যাবের এই উদ্যোগ সময়োচিত এবং যর্থাথ বলে মন্তব্য করেন অনেক মিডিয়া ব্যক্তিত্বরা।
উল্লেখ্য, প্রায় একবছর যাবৎ এমন একটি সংগঠন তৈরি করবেন ভাবতে ভাবতে আজকের এই অড্যাবের জন্ম। এর মূল পরিকল্পনাকারী ও প্রতিষ্ঠাতা ও সভাপতি তানভীর হাসান।
এই সংগঠনের প্রতি তরুণ নির্মাতাদের অনেক আশা ভরসা। এখন দেখার পালা নব নির্বাচিত কমিটি সংগঠন প্রতিষ্ঠার উদ্দেশ্যকে কতটুকু বাস্তবায়ন করতে পারেন।
বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে কমিটি ঘোষণার পর থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে। নব নির্বাচিত কমিটির সবাইকে এফএম নিউজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108