খুলনায় ককটেল বিস্ফোরণে আহত ২

0
305

প্রতিবেদকঃ শেখ হেদায়েতুল্লাহ, খুলনা প্রতিনিধি

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেমমপির) দৌলতপুর থানার নতুন রাস্তা মোড়ে অপ্সাত দুবৃর্ত্তের ছোড়া ককটেলে আহত হয়েছেন দুই ব্যক্তি। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ককটেল হামলারএ ঘটনা ঘটে।
পুলিশ ও সূত্রে জানা যায় , শনিবার নতুন রাস্তা রেলক্রসিং-এর পাশে রহমান ফার্মেসীর সামনে ইব্রাহিম খলিল শাহীন ও শহীদুল্লাহ সওদাগর নামের দুই ব্যক্তি কথা বলছিলেন। হঠাৎ সেখানে একটি ককটেল ছুড়ে মারা হয়। এতে তারা দুজন আহত হন। পরে পার্শ্ববতি একটি ক্লিনিকে তাদের চিকিৎসা দেয়া হয়।

কেএমপির দৌলতপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, ককটেল বিস্ফোরণে ইব্রাহিম খলিল শাহীন ও শহীদুল্লাহ সওদাগর নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। এ ঘঁনায় এষনওথানায় মামলা হয়ন। তবে আহতদের মধ্য থেকে বাদী হয়ে মামলা দায়ের করা হবে। প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব শত্র“তার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108