প্রতিবেদকঃ শেখ হেদায়েতুল্লাহ, খুলনা প্রতিনিধি
খুলনা ওয়াসার পাইপ ফেটে গিয়ে অনবরত পানি নি:সরণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা ও লাঞ্ছিতের শিকার হয়েছেন একাত্তর টেলিভিশনের সাংবাদিক রকিব উদ্দীন পান্নু। এই ঘটনায় খুলনায় কর্মরত সাংবাদিকরা তাৎক্ষণিক ঘটনাস্থলে সড়ক অবরোধ করে। খবর পেয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও কেএমপির উর্ব্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিচারের আশ্বাস দিলে সাংবাদিকরা অবরোধ তুলে নেন। ঘটনাটি রোববার দুপুরে খালিশপুর থানার নুরনগর এলাকায় ঘটে।
জানা যায়, খুলনা ওয়াসার সংবাদ সংগ্রহ করাকালে পুলিশের সহায়তায় একাত্তর টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু ও ক্যামেরা পারসন আরিফ হোসেন সোহেলের উপর হামলা করে। তারা সংবাদ সংগ্রহের ক্যামেরা ভাঙ্গা হয়। এই ঘটনার প্রতিবাদে কর্মরত সাংবাদিকরা খুলনা-যশোর সড়কের নুরনগর নামকস্থান ঘন্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরবর্তীতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের আশ্বাস ও পুলিশ প্রশাসনের প্রতিশ্র“তিতে আন্দোলনরত সংবাদ কর্মীরা কর্মস্থলে ফিরে আসেন।
কেএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়র ও কেএমপির উর্ব্ধতন কর্মকর্তাদের মধ্যস্ততায় পরিস্থিতি স্বাভাবিক। ঘঁনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108