চাই একজন ভালো অভিনেতা হতে, ভালো ভালো কাজ করেঃ খান সুমন

0
717

প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি

খান সুমন বর্তমানে খুবই ব্যস্ত সময় পার করছেন। উত্তরাতে চলছে তার জয় অফ লাভ নাটকের শুটিং। নাটকটি পরিচালনা করছেন অলক হাসান। মিরাকি এন্টারটেইনমেন্টের ব্যানারে নাটকটি প্রযোজনা করছেন মাসুম শেখ। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন খান সুমন। নাটকটিতে অভিনয় নিয়ে এফএম নিউজকে খান সুমন বলেন, অনেক সুন্দর একটি গল্পের নাটক এটি। নাটকটিতে আমাকে দেখা যাবে পরিবারের বড় ছেলের ভূমিকায়, যে কিনা তার পুরো পরিবারকে একা চালায়। এককথায় সম্পূর্ণ পারিবারিক একটি নাটক এটি। আমি মনে করছি দর্শকদের নাটকটি অবশ্যই ভালো লাগবে।

খান সুমন

নাটকটিতে আরো অভিনয় করেছেন তানভীর, সারিকা সাবা, অনামিকা, অলংকার, হীরাসহ আরো অনেকে। নাটকটি নিয়ে পরিচালক অলক হাসান বলেন, দর্শকদের কথা মাথায় রেখেই নাটকটি নির্মাণ করছি। আশা করছি দর্শক আমার নাটকটি দেখবেন এবং তাদের ভালো লাগবে। এছাড়াও, প্রিয় কবিতা নামে কয়েকদিন আগে একটি নাটকের শুটিং শেষ করলেন খান সুমন। এই নাটকে অভিনয় করেছিলেন নাদিয়া নদী, সজলসহ আরো অনেকে। উল্লেখ্য, খান সুমন এই পর্যন্ত প্রায় ৩০টির মত নাটকে অভিনয় করেছেন।

সবশেষে, তিনি বলেন, আমি চাই একজন ভালো অভিনেতা হতে, অনেক ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিতে চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং এফএম নিউজের সাথে থাকবেন।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108