শেষ হলো সায়মন-মাহির আনন্দ অশ্রু

0
421

প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি

অবশেষে শেষ হয়েছে সায়মন-মাহির আনন্দ অশ্রু ছবির শুটিং। গত ৪ জানুয়ারি থেকে কিশোরগঞ্জে শুরু হয়েছিল ছবির শেষ লটের শুটিং। ছবিটি পরিচালনা করছেন মুস্তাফিজুর রহমান মানিক। ছবিটির গল্প লিখেছেন,সুদীপ্ত সাইদ খান। সংলাপ ও চিত্রনাট্য করেছেন যৌথভাবে আসাদ জামান এবং মুস্তাফিজুর রহমান মানিক। ১৯৯৭ সালে নির্মাণ হয়েছিল শিবলী সাদিক পরিচালিত সালমান শাহ শাবনূর অভিনীত আনন্দ অশ্রু ছবিটি। ছবি দুটির নাম মিলে গেলেও গল্পের মধ্যে কোন মিল নেই বলে জানান নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক। জনপ্রিয় অভিনেতা সাইমন সাদিক এই প্রথম তার নিজ জেলা কিশোরগঞ্জে শুটিং করলেন। কিশোরগঞ্জে এই সিনেমার গানের শুটিং হয়েছে। দুটো গানের শুটিংয়ে অংশ নিয়েছেন সাইমন ও মাহি।

আনন্দ অশ্রু ছবির শুটিং শেষ হয় গতকাল সোমবার। গান দুটির সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত ও ইমন সাহা। একটি গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও কিশোর। অন্য গানটি রাফাত নিজেই গেয়েছেন। গান দুটি লিখেছেন, আবুল কাশেম নিপুন এবং রোকনউদ্দিন সেতু। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। ছবিটিতে আরও অভিনয় করছেন জয় চৌধুরী, আলীরাজ, শহীদুজ্জামান সেলিম সহ আরো অনেকে। এ সিনেমাটির শুটিং শুরু হয়েছিল গত বছরের শেষের দিকে।উল্লেখ্য, কিশোরগঞ্জের ছেলে সাইমন সাদিক তার শৈশব কৈশোর কেটেছে কিশোরগঞ্জ। ২০০৬ সালে হোসেন রাজু পরিচালিত জি হুজুর ছবির মাধ্যমে সিনেমায় পথ চলা শুরু হয় সাইমন সাদিকের। এরপর দ্বিতীয় ছবি মাহিয়া মাহির সাথে পোড়ামন দিয়ে দর্শকদের হৃদয় জয় করেন অভিনেতা সাইমন সাদিক। এরপর অভিনয় করেন মায়াবিনি, চোখের দেখা, মাটির পরি, ব্ল্যাক মানি, পুড়ে যায় মন ইত্যাদি বহু ছবিতে। গতবছর মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত জান্নাত ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সাইমন সাদিক, জান্নাত ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন মাহিয়া মাহি।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108